''
এখানেই শেষ নয়, বৃহস্পতিবার হতে চলা তৃণমূলের সাংগঠনিক বৈঠক নিয়েও কটাক্ষের সুর দিলীপ ঘোষের গলায়। তাঁর কথায়, ''
সরকার পার্টি বলে আলাদা কিছু নেই। সরকারের মন্ত্রীদের কাছে কোন কাজ নেই, টাকা পয়সা নেই সরকারের। কোথাও গেলে জিজ্ঞাসা করা হয়, কন্ট্রাকটররা টাকা কবে পাবে। কাজের কাজ কিছু হয়নি। তাই মিটিং করে কোন লাভ নেই। দলের লোকেদের সমস্যা হচ্ছে। তাদেরকে জবাব দিতে হচ্ছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু কিছুই করতে পারছেন না।''
advertisement
আরও পড়ুন: আরও গুছিয়ে নামতে হবে পঞ্চায়েত নির্বাচনে, কীর্তি আজাদকে বড় দায়িত্ব দিল তৃণমূল!
অমিত শাহের সফর নিয়ে অবশ্য দিলীপ ঘোষের বক্তব্য, ''
মানুষ এখনও আমাদের ভরসা করে। আমরা আন্দোলন করছি, লড়াই করছি। সেই জন্যই আমাদের কর্মীরা প্রতিনিয়ত টার্গেট হচ্ছে। ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকেই ঘরছাড়া। মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকানো হয়েছে। যার ফলে মনোবলের অভাব ছিল বলে আমার মনে হয়। তবে আমরা দু তারিখ থেকে , আন্দোলনে নেমেছি। মানুষ আমাদের সমর্থন করেছে। প্রধান বিরোধী দল হিসেবে সে কাজটাই আমরা করছি।''
আরও পড়ুন: অমিত শাহ পা রাখার আগেই পড়ল 'বিড়ম্বনার' পোস্টার, শোরগোল পাহাড় থেকে সমতলে
স্কুলে দীর্ঘ গরমের ছুটি নিয়েও সরকারকে একহাত নিয়েছেন দিলীপ ঘোষ। বলেন, ''এই সরকার যা করে সবই, উল্টো করে। সরকারের কোন ধৈর্য নেই। কে বলেছিল ছুটি দিতে। প্রাইভেট স্কুলগুলোতে ছুটি দিচ্ছে না। সমস্যা তো তাদের বেশি হওয়া দরকার। সাধারণ মানুষ চাইছে স্কুল খোলা থাকুক। ছাত্র শিক্ষকের সম্পর্ক, পরিবেশ নষ্ট হয়ে গেছে। স্কুলের শিক্ষক নেই, তাই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা এটা। এভাবে চলতে পারে না। শিক্ষা ব্যবস্থা উঠে যাবে। শিক্ষকদের রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে ভোট প্রচারেও।''