ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা দিলীপ ঘোষ মঙ্গলবার দেশব্যাপী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরোধিতা করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন। দিলীপ ঘোষ অভিষেককে তীব্র কটাক্ষ করে বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় অজুহাত দেখিয়ে হিরো হওয়ার চেষ্টা করছেন। উনি বলছেন এসআইআর হতে দেবেন না, কিন্তু ওঁর দল থেকেই নির্বাচন কমিশনে বিএলএ-দের তালিকা পাঠানো হচ্ছে।”
advertisement
দিলীপের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো মিথ্যে বলায় ওঁর থেকেও এগিয়ে। উনি বড় বড় কথা বলছেন যে হাত-পা ভেঙে দেবেন… এখন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন অজুহাত দেখিয়ে হিরো হওয়ার চেষ্টা করছেন,” খড়গপুরে বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ স্ত্রী রিঙ্কুকে পাশে বসিয়ে অভিষেককে এক হাত নেন এদিন।
তাঁর কথায়, “টিএমসি নিজেই কংগ্রেস সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। কংগ্রেস তাদের আমলে এসআইআর করলেও এখন তার বিরোধিতা করছে।” দিলীপ ঘোষ আরও বলেন, “এই SIR কংগ্রেস পার্টির আমলে ১০ বার হয়েছে, এখন আপনারা কেন এসব বলছেন? ওরাও কংগ্রেস সংস্কৃতি থেকে এসেছে, ওরা শুধু দাবি করতে জানে, কাজ করতে জানে না”।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার, টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় বলেন, বিশেষ নিবিড় সংশোধন আসলে ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দেওয়া এবং তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার একটি উপায়। তিনি বলেন যে পশ্চিমবঙ্গে প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে, নয়াদিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের অফিস এক লক্ষ মানুষ ঘেরাও করবে।
