কলকাতা: বিমানবন্দরের কাছে অচেতন অবস্থায় উদ্ধার করা হল এক বিদেশি নাগরিককে। শনিবার ভোর ৪টে নাগাদ দমদম এয়ারপোর্টের বাইরে দুই নম্বর গেটের সামনে এক যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে দমদম থানাকে খবর দেওয়া হয়।
advertisement
পুলিশ এসে ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যায় পরে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খোঁজ খবর করে জানা গিয়েছে ওই যুবক বিদেশি নাগরিক। তার নাম কাউমি ডেজবান, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক৷ কাউমির সঙ্গে কোন লাগেজ ছিল না৷ পাসপোর্ট থেকে নাম জানা গিয়েছে ওই ব্যক্তির।
আরও পড়ুন: একসঙ্গে হাঁটবেন মমতা-অভিষেক, এসআইআর প্রতিবাদে মঙ্গলবার শহরে মেগা মিছিল তৃণমূলের
পুলিশের অনুমান নেশাদ্রব্য খাইয়ে তাকে লুঠ করা হয়ে থাকতে পারে। অভিযুক্তকে নিয়ে তৎপর হয়েছে পুলিশ। ঘটনার পরেই মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। কী কারণে কলকাতায় এলেন ওই বিদেশি নাগরিক তা এখনও জানা যাায়নি। যুবকের বয়স ২৬ বছর, দীর্ঘ সময় কাটলেও ভাল ভাবে তাঁর জ্ঞান ফেরেনি। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
