TRENDING:

সুন্দরবনের টোটোওয়ালা লক্ষ্মী! যিনি বদলে দিচ্ছেন গ্রামের খাদ্যাভ্যাস! জানেন এই লড়াইয়ের গল্প?

Last Updated:

নিজেই টোটো চালিয়ে বেরিয়ে পড়ে গ্রামে গ্রামে। সুন্দরবনের আমবেড়িয়া, ১৩ নম্বর, স্বরূপকাঠি, লেবুখালী কাঠার বাড়ি বাঁকড়া সহ বিস্তীর্ণ এলাকায় ফেরি করে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়েন। এলাকার মানুষ লক্ষী দেবীর অপেক্ষায় হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: সুন্দরবনের টোটোওয়ালা লক্ষ্মী! যিনি বদলে দিচ্ছেন গ্রামের খাদ্যাভ্যাস। সুস্থ জীবন পেতে বিষমুক্ত খাবার খেতে হবে। টোটো গাড়িতে বড়ো বড়ো করে এই ট্যাগ লাইন লেখা আছে। আর গাড়িতে আছে একাধিক সতেজ বিষমুক্ত সবুজ সবজি। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ১৪ নম্বর স্যান্ডেলার বিলের লক্ষ্মী গায়েন। সাধারণত সংসারে চালকের আসনে থাকে একজন পুরুষ। কিন্তু সেই দায়িত্ব একজন মহিলা হয়েও শত বাধা পেরিয়ে সংসারের বোঝা নিজের কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন টোটো হ্যান্ডেল ধরে সুন্দরবনের লক্ষ্মী গায়েন। এক ছেলে ও মেয়ে নিয়ে লক্ষ্মী দেবীর নুন আনতে পান্তা ফুরানোর সংসার। দীর্ঘ ২০-২৫ বছর ধরে জীবন যুদ্ধের সংগ্রামের সঙ্গে লড়াই করে যাচ্ছেন লক্ষ্মী দেবী। অভাবী সংসারে গ্রামের আর পাঁচটা মেয়েদের মত ভাগ্যের দোষ না দিয়ে, জীবন যুদ্ধে স্বামীর পাশাপাশি সংসারে হাল ধরতে মাঠে নেমে পড়েছেন লক্ষ্মী নিজেই।
advertisement

আরও পড়ুন: এর কদরই আলাদা, বাড়িতে গামছা তো ব্যবহার করেন, জানেন বাংলায় কোথায় তৈরি হয় সুতির গামছা?

সেরা ভিডিও

আরও দেখুন
চাঁদের পাহাড় দেখেছিল শংকর, মেক্সিকোর আগ্নেয়গিরি শিখরে পা রাখল পাঁশকুড়ার অর্পিতা
আরও দেখুন

প্রতিদিন কাক ভোরে উঠেই সংসারের কাজকর্ম সেরে সবজি সংগ্রহ করে সেগুলিকে টোটো গাড়িতে ভালোভাবেই সাজানো। আর তারপর পাড়ি দেয় গ্রামের উদ্দেশ্য। নিজেই টোটো চালিয়ে বেরিয়ে পড়ে গ্রামে গ্রামে। সুন্দরবনের আমবেড়িয়া, ১৩ নম্বর, স্বরূপকাঠি, লেবুখালী কাঠার বাড়ি বাঁকড়া সহ বিস্তীর্ণ এলাকায় ফেরি করে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়েন। এলাকার মানুষ লক্ষী দেবীর অপেক্ষায় হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে কখন লক্ষ্মী আসবে। তার কাছ থেকে সবজি কিনবে সেই অপেক্ষায় থাকে। লক্ষ্মীর ভ্রাম্যমাণ ফেরি গাড়িতে কী নেই! সব রকমের সবজি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সিম, বিট, টমেটো, ওল, সবুজ সবজি সহ ঋতুভিত্তিক সকল সবজি তার কাছে পাওয়া যায়। সেখান থেকে সতেজ সবজি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে ঘরে ফেরেন তারপর আবার সংসারের কাজ। এভাবে সংসারের হাল ধরেছেন লক্ষ্মী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুন্দরবনের টোটোওয়ালা লক্ষ্মী! যিনি বদলে দিচ্ছেন গ্রামের খাদ্যাভ্যাস! জানেন এই লড়াইয়ের গল্প?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল