আরও পড়ুন: এর কদরই আলাদা, বাড়িতে গামছা তো ব্যবহার করেন, জানেন বাংলায় কোথায় তৈরি হয় সুতির গামছা?
প্রতিদিন কাক ভোরে উঠেই সংসারের কাজকর্ম সেরে সবজি সংগ্রহ করে সেগুলিকে টোটো গাড়িতে ভালোভাবেই সাজানো। আর তারপর পাড়ি দেয় গ্রামের উদ্দেশ্য। নিজেই টোটো চালিয়ে বেরিয়ে পড়ে গ্রামে গ্রামে। সুন্দরবনের আমবেড়িয়া, ১৩ নম্বর, স্বরূপকাঠি, লেবুখালী কাঠার বাড়ি বাঁকড়া সহ বিস্তীর্ণ এলাকায় ফেরি করে সবজি বিক্রি করতে বেরিয়ে পড়েন। এলাকার মানুষ লক্ষী দেবীর অপেক্ষায় হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে কখন লক্ষ্মী আসবে। তার কাছ থেকে সবজি কিনবে সেই অপেক্ষায় থাকে। লক্ষ্মীর ভ্রাম্যমাণ ফেরি গাড়িতে কী নেই! সব রকমের সবজি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সিম, বিট, টমেটো, ওল, সবুজ সবজি সহ ঋতুভিত্তিক সকল সবজি তার কাছে পাওয়া যায়। সেখান থেকে সতেজ সবজি নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে ঘরে ফেরেন তারপর আবার সংসারের কাজ। এভাবে সংসারের হাল ধরেছেন লক্ষ্মী।
advertisement