আরও পড়ুন : অর্পিতার কান্নায় কটাক্ষ কুণালের! 'ষড়যন্ত্র আবার কী!' পার্থর দাবি ফুৎকারে ওড়ালেন সৌগত!
তিনি শনিবার সাংবাদিকদের বলেন, আসলে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা কোনও সিদ্ধান্ত নিতে চাননি। তৃণমূলের দলের অন্দরে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে, সেই কারণে মমতাকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি এই সিদ্ধান্ত নিতে চাননি, সইও করেননি। সেই কারণেই পার্থকে সরানোর সিদ্ধান্ত নিতে সাতদিন সময় লেগেছে। এত দিন সিদ্ধান্ত নিতে সময় লাগার পিছনেই আসল রহস্য লুকিয়ে আছে বলে ইঙ্গিত করেছেন দিলীপ।
advertisement
পাশাপাশি দিলীপ এ দিন বলেছেন, এখন পার্থ চট্টোপাধ্যায়ের বলার দিন শেষ হয়ে এসেছে। ভয় দেখানো, চমকানো, ধমকানোর দিন এখন শেষ। এখন মানুষ বলবে যা বলার, ইডি বলবে, বাকিটা আদালত বলবে। উল্লেখ্য, আদালতে পেশ করার পর এখন পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে রেখেছে ইডি। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শোনা গিয়েছে, শনিবার সারাদিন জিজ্ঞাসাবাদে সময় পাবে ইডি, সেই কারণে অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্য়ায়কে টানা জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর মধ্যেই জল্পনা উস্কে দিয়ে শুক্রবার স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার সময় তিনি ষড়যন্ত্রের শিকার বলে উল্লেখ করেছেন পার্থ চট্টোপাধ্য়ায়। তাতেও নতুন করে জল্পনা উস্কে দেওয়া হয়েছে।
অর্পণ মণ্ডল