TRENDING:

Dilip Ghosh-Rahul Sinha: পদ্ম শিবিরে শোরগোল, বিজেপি রাজ্য অফিসে ‘ঘরছাড়া’ দিলীপ-রাহুল! বিস্ফোরক চিঠি নাড্ডাকে

Last Updated:

দিলীপ ঘোষের ঘর থেকে খোলা হল এসি-র পয়েন্ট। ঘনিষ্ঠ মহলে ক্ষোভ দুই প্রাক্তন রাজ্য সভাপতির।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বিজেপির রাজ্য অফিসেই ‘ঘরছাড়া’ দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা! অভিযোগ, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নির্দেশেই ‘ঘরছাড়া’ হওয়ার পথে দলের দুই প্রাক্তন রাজ্য সভাপতি। এ নিয়ে জে পি নাড্ডার কাছে নালিশ জানিয়ে ইমেল করেছেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার এক প্রাক্তন পদাধিকারী। ‘ঘরছাড়া’ দিলীপ-রাহুল! রাজ্য বিজেপির অফিসেই ‘ঘরছাড়া’! যা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরেই। দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা দু’জনেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। দু’জনেই দলের প্রাক্তন কেন্দ্রীয় নেতা। রাজ্য বিজেপির অফিসে সেই দু’জনেই ‘ঘরছাড়া’? ৬ নম্বর মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির প্রধান কার্যালয়।
পদ্ম শিবিরে শোরগোল, বিজেপি রাজ্য অফিসে 'ঘরছাড়া' দিলীপ-রাহুল! বিস্ফোরক চিঠি নাড্ডাকে
পদ্ম শিবিরে শোরগোল, বিজেপি রাজ্য অফিসে 'ঘরছাড়া' দিলীপ-রাহুল! বিস্ফোরক চিঠি নাড্ডাকে
advertisement

আরও পড়ুন– রাশিফল ২০ সেপ্টেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

এই অফিসের একতলায় দিলীপ-রাহুল দু’জনের জন্যই ঘর বরাদ্দ রয়েছে। আলাদা ঘর রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য নেতৃত্বের। সেই ঘর থেকেই এবার ঘরছাড়া হতে চলেছেন দিলীপ-রাহুল। এমনটাই অভিযোগ জানিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে চিঠি পাঠালেন দলের সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সহ-সভাপতি শামসুর রহমান। মুরলিধর সেন লেনের নির্দিষ্ট ঘরে বসেই কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতেন দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা। সেই ঘরই আর ব্যবহার করতে পারবেন না দিলীপ-রাহুল? বিজেপি সূত্রের খবর, গত শনিবার অফিসে যান দিলীপ ঘোষ। গিয়ে দেখেন তাঁর ঘরের বাতানকুল যন্ত্রের প্লাগ পয়েন্ট খোলা। যা নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশও করেন দিলীপ ঘোষ। সূত্রের এও খবর, ২ প্রাক্তন রাজ্য সভাপতিকেই ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে দুই নেতার ঘরই অন্য কাজে ব্যবহার করা হবে।

advertisement

আরও পড়ুন– অবসরকালীন জীবনটা নিশ্চিন্তে আরামসে কাটিয়ে দিতে চাইছেন? রইল দুর্দান্ত কয়েকটি জায়গার হদিশ

রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের নির্দেশই এমন সিদ্ধান্ত বলে দাবি বিজেপির এক নেতার। যদিও দিলীপ ঘোষের এ ব্যাপারে প্রতিক্রিয়া না পাওয়া গেলেও রাহুল সিনহা কার্যত প্রসঙ্গ এড়িয়ে বলেন, ‘‘আমি এই ব্যাপারে কিছু বলব না। আমি কিছু জানি না।’’ যদিও রাহুল সিনহাও প্রকাশ্যে মুখ না খুললেও নিজের ঘনিষ্ট মহলে এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বলেই খবর।

advertisement

দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক পদে থেকেছেন। প্রথমে রাজ্য সভাপতি। তারপর সর্বভারতীয় সহ-সভাপতি। তিনি রাজ্য সভাপতি থাকার সময়েই পশ্চিমবঙ্গে সবচেয়ে ভাল ফল করেছে বিজেপি। এবার পঞ্চায়েত ভোট চলাকালীন সেই দিলীপকেই বিজেপির কেন্দ্রীয় কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়। দিলীপের অনেক আগেই দলের আরেক প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহারও কেন্দ্রীয় পদ চলে যায়। এবার দলের অফিসেই এক প্রকার ‘ঘরছাড়া’ হওয়ার পথে দিলীপ-রাহুল। সূত্রের খবর ঘনিষ্ঠ মহলে এ নিয়ে ক্ষোভপ্রকাশও করেছেন দিলীপ ঘোষ এবং রাহুল সিনহা।

advertisement

আরও পড়ুন– পেট পরিষ্কার রাখতে ঘরে তৈরি এইসব জ্যুসের জুড়ি মেলা ভার; ডায়েটে থাকলে আর কাছে ঘেঁষবে না কোনও রোগও

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গোটা বিষয়ে অভিযোগ জানিয়ে এদিন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে মেল করেন রাজ্য সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ সভাপতি সামসুর রহমান। নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশকে এক প্রকার চ্যালেঞ্জ করে বলেন, ‘‘দিলীপ ঘোষ কিংবা রাহুল সিনহাকে তাঁদের ঘর থেকে উচ্ছেদ করার তিনি ঘোর বিরোধী। যদি ঘর ভাঙার প্রক্রিয়া শুরু হয় তাহলে রাজ্য দফতরে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ও দলের কর্মী-সমর্থকদের একাংশ। জে পি নাড্ডাকে পাঠানো চিঠিতে সুনীল বনসল ও অন্যান্য পদ্ম নেতৃত্বকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দলের সংখ্যালঘু মোর্চার প্রাক্তন সহ সভাপতি। চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় পর্যবেক্ষকরা আসলে এ রাজ্যের রাজনীতির ময়দান থেকে দিলীপ-রাহুলকে সরানোর পরিকল্পা করছেন। তেমনটা হলে আসন্ন লোকসভা ভোটের ক্ষেত্রে ঐতিহাসিক ভুল হবে। কারণ, এই দুই নেতারই জনভিত্তি রয়েছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh-Rahul Sinha: পদ্ম শিবিরে শোরগোল, বিজেপি রাজ্য অফিসে ‘ঘরছাড়া’ দিলীপ-রাহুল! বিস্ফোরক চিঠি নাড্ডাকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল