দিলচাঁদ সিংকে নিয়ে চিন্তাত ছিলেন চিকিৎসকরা৷ হৃদপিণ্ড প্রতিস্থাপনের পরও ৯৬ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে৷ তবে ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়েছে তাঁর শরীর৷ সাড়া দিয়েছে সব চিকিৎসায়৷ তবে এখনও পুরোপুরি নিশ্চিন্ত হচ্ছেন না তাঁর চিকিৎসকরা৷ 'সদ্য প্রতিস্থাপিত হৃদপিণ্ড শরীর মেনে নিচ্ছে কিনা সেটাই এখন দেখার৷ এই সময় শরীরে সংক্রমণের ভয়ও থাকে', নিউজ ১৮ বাংলা.কমকে জানিয়েছেন ডঃ তাপস রায়চৌধূরী৷ তাই লাগাতার পর্যবেক্ষণ চলবে৷
advertisement
আরও পড়ুনহাসনাবাদ থেকে গ্রেফতার মরা মুরগির কারবারে মূল অভিযুক্ত কওসর
দিলচাঁদের অস্ত্রোপচারের জন্য সকলের কাছে তিনি যে কৃতজ্ঞ, সোস্যাল মিডিয়া সেই বার্তাই দিয়েছেন এই অপরেশনের মূল কান্ডারী ডঃ রায়চৌধুরী৷ সোমবার এই শহরেই হয় বিরল অস্ত্রোপচার৷ ঝাড়খন্ডের শিক্ষক দিলচাঁদ সিং-এর শরীরে বসে বেঙ্গালুরুবাসী বরুণ ডি কের হৃদপিণ্ড, যা পূর্ব ভারতে প্রথম৷
আরও পড়ুন দাঁত তোলাতে গিয়ে ইনজেকশনে আপত্তি শিশুর! সপাটে চড়, দাঁত তোলার সাঁড়াশি দিয়ে মারধর করলেন চিকিৎসক