কিন্তু বৃষ্টি সব মাটি করে দেবে না তো? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পূজো উদ্যোক্তা থেকে শুরু করে আমজনতার মনে। মানুষকে আনন্দ দেওয়ার জন্য বিপুল পুজোর খরচ জলে যাবে না তো? অগত্যা দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য সকাল থেকে রাত টানা পুজোর যাবতীয় আয়োজনের লাইভ স্ট্রিমিং এ বৃষ্টির পূর্বাভাসের কারণে আরও বেশি করে জোর দিচ্ছে উদ্যোক্তারা। সুরুচি সংঘ থেকে শ্রীভূমি সহ একাধিক পুজা কমিটি কর্তৃপক্ষের কথায়, 'ভিড়ের লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। মণ্ডপ, প্রতিমা, পুজোর যাবতীয় উপাচার এমনকি সেলিব্রিটি দর্শন। সবকিছুই দেখুন বাড়িতে বসে এক ক্লিকেই।
advertisement
আরও পড়ুন: '৬০ হাজার টাকা দিয়ে পুজো ভাড়া...', সপ্তমীর সকালে দিল্লি যাওয়ার মুখে বিস্ফোরক দিলীপ ঘোষ
ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করে দিয়েছে শহরের অন্যতম হাই প্রোফাইল পুজো কমিটিগুলি। পুজো উদ্যোক্তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, ঘরে বসে মিলবে একেবারে মন্ডপেরই স্বাদ। কোনও ছোটখাটো মুহূর্ত বাদ দেওয়া হবে না ঘরে বসে থাকা মানুষদের জন্যে। যাতে কারও মনে না হয় সে প্যান্ডেলে নয়, বাড়িতে বসে ঠাকুর দেখছে। পুজো কমিটিগুলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে সবটাই সম্প্রচারিত হবে। স্থানীয় কেবল টিভি পরিষেবার মাধ্যম ছাড়াও ফেসবুক লাইভ দেখা যাবে টানা। তবে শুধু কলকাতা, এ রাজ্য, দেশ তা নয়, বিদেশেও যারা রয়েছেন তারাও কলকাতার পুজোর আনন্দ যাতে চেটেপুটে উপভোগ করতে পারে তার ব্যবস্থাও করেছে পুজো কমিটিগুলি।
আরও পড়ুন: 'বিদায় কমরেড', কেরলকে কাঁদিয়ে প্রয়াত সিপিআইএম নেতা বালাকৃষ্ণণ! শোকের ছায়া
টানা লাইভ সম্প্রচারের জন্যে একাধিক ক্যামেরা বসানো হয়েছে। যার মাধ্যমে পুজো লাইভ দেখানো হবে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ও বহু বিদেশি এই মণ্ডপ দেখতে আসেন। গত দুই বছর করোনার কারণে তারা অনেকেই আসতে পারেন নি। ফলে তাদের কথা ভেবেই বিশেষ করে আমরা এই লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছি। তবে বৃষ্টির ভ্রুকুটি যেহেতু রয়েছে তাই প্রত্যেকেই এই ডিজিটাল পুজোর স্বাদ নেওয়া থেকে যাতে বঞ্চিত না হন সে কারণে অনলাইনে পুজো দেখার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বললেন শ্রীভূমির উদ্যোক্তারা।