TRENDING:

Digital Life Certificate: আর অফিসে যেতে হবে না, ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু করল বিদ্যুৎ বণ্টন সংস্থা

Last Updated:

Digital Life Certificate: বাড়িতে বসেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট। এমনই সুবিধা আনল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড বা ডব্লিউবিএসইডিসিএল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রোদ, বৃষ্টি মাথায় নিয়ে আর অফিসে যেতে হবে না। বাড়িতে বসেই জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট। এমনই সুবিধা আনল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড বা ডব্লিউবিএসইডিসিএল। চালু হল ডিজিটাল লাইফ সার্টিফিকেট। ২ নভেম্বর থেকে জীবন প্রমাণ লাইফ অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশনভোগীরা।
ডিজিটাল লাইফ সার্টিফিকেট
ডিজিটাল লাইফ সার্টিফিকেট
advertisement

সম্প্রতি জীবন প্রমাণ লাইফ অ্যাপের উদ্বোধন করলেন GoWB বিদ্যুৎ বিভাগের সেক্রেটারি, এলএএস এবং ডব্লিউবিএসইডিসিএল-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শান্তনু বসু। পেনশনভোগীরা যাতে সহজেই লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন অর্থাৎ তাঁদের জীবনযাত্রা আরও সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন: ‘মমতাদি-অভিষেক সব জানে, ৪ দিন অপেক্ষা করুন’, সিজিও থেকে হাসপাতালের পথে বিস্ফোরক জ্যোতিপ্রিয়

advertisement

ডব্লিউবিএসইডিসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbsedcl.in-এ রয়েছে ইউজার ম্যানুয়াল। এই ওয়েবসাইটের ‘রিটায়ার্ড এমপ্লয়িজ কর্নার ট্যাব’-এ গেলেই জীবন প্রমাণ লাইফ অ্যাপের মাধ্যমে কীভাবে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় তা দেখা যাবে। ডব্লিউবিএসইডিসিএল-এর তরফে জানানো হয়েছে, এই উদ্যোগের ফলে উপকৃত হবেন প্রায় ২৮ হাজারের বেশি পেনশনভোগী এবং তাঁদের পরিবার।

advertisement

আরও পড়ুন: ‘রেশন দুর্নীতিতে শাসকের সবাইকে ধরতে হবে’, আজ রাজপথে নেমে খাদ্যভবন অভিযান বিজেপির

এখনও পর্যন্ত পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের শারীরিকভাবে ডব্লিউবিএসইডিসিএল-এর অফিসে গিয়ে লাইফ সার্টিফিকেটের হার্ড কপি জমা দিতে হত। ডিজিটালি জমা দেওয়ার সুবিধা ছিল না। এখন থেকে স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসেই তাঁরা লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। রোদ, ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে আর অফিসে যেতে হবে না। দাঁড়াতেও হবে না লাইনেও। নিরাপত্তার জন্য অ্যাপে ফেস অথেন্টিকেশন সিস্টেমও রয়েছে। তবে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার অফলাইন পদ্ধতিও চালু থাকছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সরকারি কোষাগার থেকে পেনশন দেওয়া হয় এমন রাজ্য সরকার এবং রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত সংস্থার পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের পর ডব্লিউবিএসইডিসিএল হল পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ প্রথম সংস্থা যারা ডিজিটাল মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি চালু করল। ২২৭টি পাওয়ার ইউটিলিটির মধ্যে ২৩ডি এবং ৮৮ টি পাওয়ার ডিসকমের মধ্যে ১৩তম হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড বা ডব্লিউবিএসইডিসিএল এই সুবিধা চালু করল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Digital Life Certificate: আর অফিসে যেতে হবে না, ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু করল বিদ্যুৎ বণ্টন সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল