নবান্নের তরফ থেকে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, উত্তর দিনাজপুর, নদীয়া ও মালদা এই পাঁচ জেলাকে বিশেষভাবে সতর্ক করা হল। মেডিকেল কলেজ ও হাসপাতালগুলি থেকে রোগী নিখোঁজ হওয়ার সংখ্যায় এই পাঁচ জেলা রয়েছে এগিয়ে। আর তারই অন্য ছবি ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার।এর আগেও ডায়মন্ড হারবার সাস্থ্য জেলা করোনা পরীক্ষা নিয়ে মডেল জেলা হিসাবে উঠে এসেছিল। এবার স্বাস্থ্য দফতরের এই পরিসংখ্যানে ডায়মন্ড হারবার স্বাস্থ্যজেলাকে এক উল্লেখযোগ্য সাফল্য দিল। উল্লেখ্য, ডায়মন্ড হারবারের সাংসদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর নেতৃত্বেই এই কর্মকাণ্ড চালিত হয়েছিল। আর সেই কারণেই স্বাস্থ্য পরিষেবার ঢালাও আয়োজন নিয়ে সাধুবাদ পেয়েছিলেন অভিষেকও।
advertisement
আরও পড়ুন - বদলে যাচ্ছে দার্জিলিং মেলের যাত্রাপথ, ১৫ অগাস্ট থেকে নতুন গন্তব্যে ছুটবে এই ট্রেন
আরও পড়ুন - বাড়িতে গ্যাসের খরচ কমবে হুহু করে, বাঁচবে টাকা, অজানা কয়েকটি পদ্ধতি জানলেই হবে
করোনা কালে বারবার ডায়মন্ড হারবার জেলার কথা উল্লেখ করেছিলেন অনেকে। দেশ জুড়ে কার্যত উল্লেখ করা হয়েছিল ডায়মন্ড হারবারের নাম। সেখানে শুরু হয়েছিল ডক্টর অন হুইলস। করোনা কালে চিকিৎসা পরিষেবা পেতে যাতে কোনও প্রকার অসুবিধা না হয়, সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছিল। এ ছাড়া নিয়মিত শিবির তৈরি করে করোনা পরীক্ষা করারও ব্যবস্থা করা হয়েছিল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়