TRENDING:

প্রথম ম্যাচেই মুখোমুখি ডায়মন্ড হারবার বনাম বজবজ

Last Updated:

Football Tournament: প্রথম ডিভিশন লিগে রানার্স হয়ে প্রিমিয়ারে উঠেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : এমপি কাপ থেকেই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব নিয়ে বড় ঘোষণা করেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা লিগে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম ডিভিশন লিগে রানার্স হয়ে প্রিমিয়ারে উঠেছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ডিএইচএফসি-র সাফল্যে এমপি কাপের অবদান অনস্বীকার্য। কারণ, এমপি কাপ থেকেই সফিক আলি গায়েনদের মতো ফুটবলার উঠে এসেছেন। তাই চলতি বছরেও ডায়মন্ড হারবার এমপি কাপ থেকে নয়া ফুটবলার কে উঠে আসছেন, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
কলকাতা লিগে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব
কলকাতা লিগে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব
advertisement

অন্যান্য বছরের মতো এবারও ডায়মন্ড হারবার এমপি কাপ আয়োজনের প্রস্তুতি শেষ। এ বারও জাঁকজমকভাবে আয়োজিত হতে চলেছে প্রতিযোগিতা। ডায়মন্ড হারবার এমপি কাপ ২০২২-এর  আনুষ্ঠানিক উদ্বোধন হবে আজ বিকেল ৫'টায়। ৩০ ডিসেম্বর হবে ফাইনাল। প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এবং বজবজ। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল বজবজ। আর ডায়মন্ড হারবারে খেলা শুরু। তাই প্রস্তুতি ম্যাচে এই দুই টিম খেলবে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হচ্ছেন সংগীতশিল্পী হানি সিং। সোশ্যাল মিডিয়ায় হানি জানিয়েছেন, ‘‘আমি আসছি ডিসেম্বরের ১০ তারিখ ডায়মন্ড হারবারের এসডিও মাঠে এমপি কাপ ২০২২-এর দুর্দান্ত উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকতে। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। দেখা হবে সকলের সঙ্গে। দমদার ডায়মন্ড হারবার।’’

advertisement

আরও পড়ুন :  আজ কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে ঘূর্ণিঝড় মান্দাস, এর প্রভাবে কেমন থাকবে কলকাতার আবহাওয়া, জানুন আপডেট

এ বারও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন পুর ও ব্লক এলাকার ১২৮টি দল নিয়ে এমপি কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। লিগ কাম নক আউট ফরম্যাটেই হবে প্রতিযোগিতা। ডায়মন্ড হারবার এলাকায় মোট ১৫টি মাঠ বাছা হয়েছে ম্যাচ আয়োজনের জন্য। আকর্ষণীয় পুরস্কারমূল্য থাকছে চ্যাম্পিয়ন, রানার্স এবং তৃতীয় স্থানাধিকারী দলের জন্য। এছাড়াও ম্যাচের সেরা, টুর্নামেন্টের সেরাদের জন্যও থাকছে বিশেষ পুরস্কার।অভিষেকের উদ্যোগেই শুরু হয়েছিল এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা। প্রথম বছর থেকেই তা বাংলা জুড়ে দারুণ সাড়া ফেলে। মাঝে অতিমারির কারণে দু’বছর প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। তবে গত বছর থেকে ফের জমজমাট ডায়মন্ড হারবার এমপি কাপ।

advertisement

আরও পড়ুন :  কৃষকের মরণোত্তর অঙ্গদানে ৪ জনের নতুন জীবন, ফের মানবিকতার নজির এসএসকেএম হাসপাতালে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিষেকের ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১২৮টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। সাতটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুরসভা থেকে দলগুলি প্রতিনিধিত্ব করবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রথম ম্যাচেই মুখোমুখি ডায়মন্ড হারবার বনাম বজবজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল