কৃষকের মরণোত্তর অঙ্গদানে ৪ জনের নতুন জীবন, ফের মানবিকতার নজির এসএসকেএম হাসপাতালে
- Written by:Onkar Sarkar
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
SSKM Hospital: দেহদানের সিদ্ধান্তে সম্মতি জানায় পরিবার
কলকাতা : ফের অঙ্গদানে নজির এসএসকেএম হাসপাতালে। গত ৩ ডিসেম্বর কাজ থেকে বাড়ি ফেরার পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন হুগলির বাসুদেব খাঁড়া। বছর ৫৫ বাসুদেব খাঁড়া পেশায় একজন কৃষক। তখন স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানে মৃত্যুর পরেই দেহদানের সিদ্ধান্তে সম্মতি জানায় পরিবার।
গত ৪ ডিসেম্বর এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় বাসুদেবকে। হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে চিকিৎসা চলছিল তাঁর। মাথায় গুরুতর ভাবে চোট লেগেছিল বলে হাসপাতাল সূত্রে খবর। গত বৃহস্পতিবার রাতে ব্রেন ডেথ হয়ে মৃত্যু হয় বাসুদেব খাঁড়ার। ব্রেন ডেথ হলেও তাঁর শরীরের বাকি সব অঙ্গ স্বাভাবিক ছিল। তাই হাসপাতালের পক্ষ থেকে পরিবারকে অঙ্গদানের প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবে সম্মতি জানায় পরিবার।
advertisement
বাসুদেব বাবুর ভাইপো মৃত্যুঞ্জয় জানান," গতকাল রাতে কাকা মারা যান। তারপর হাসপাতালে পক্ষ থেকে অঙ্গদানের প্রস্তাব দেওয়া হয় আমাদের। আমাদের পরিবারের পক্ষ এমন কিছু চিন্তাভাবনা ছিল না। তবে এই প্রস্তাব আমরা মেনে নিই। কেউ যদি আমার কাকার অঙ্গ পেয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন তাহলে আমাদের খুব ভাল লাগবে।"
advertisement
advertisement
আরও পড়ুন : প্রস্তুতি সম্পূর্ণ, আজ বিকেলেই উদ্বোধন হচ্ছে ডায়মন্ড হারবার এমপি কাপের
শুক্রবার দিনভর এসএসকেএম হাসপাতাল চলে সেই অস্ত্রোপচার। তাঁর শরীর থেকে নেওয়া হচ্ছে, হার্ট,লিভার এবং দুটি কিডনি। বাসুদেব বাবুর দুটি কিডনি পাচ্ছেন এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩৯ ও ২৮ বছর বয়সের দুই রোগী। একই সঙ্গে লিভারও পাচ্ছেন এসএসকেএম হাসপাতলের চিকিৎসাধীন ৬৫ বছরের এক প্রবীণ রোগী। হৃদযন্ত্র পাচ্ছেন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসাধীন বছর ৫০ - এর এক ব্যক্তি।
advertisement
আরও পড়ুন : আজ কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে ঘূর্ণিঝড় মান্দাস, এর প্রভাবে কেমন থাকবে কলকাতার আবহাওয়া, জানুন আপডেট
তবে অঙ্গদান এই প্রথম নয়। এর আগেও অঙ্গদানের মাধ্যমে নজির গড়েছে বহু মানুষ। চিকিৎসক ও বিভিন্ন সংগঠনের পক্ষ অঙ্গদানের কথাও বলা হয় বার বার। অঙ্গদান ঘিরে বিভিন্ন সচেতনতার প্রচারও দেখা যায়। এমনকি এবারের পুজোতেও সেই ছবি ধরা পড়েছে। এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনা আরও উল্লেখযোগ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 10, 2022 11:25 AM IST









