প্রস্তুতি সম্পূর্ণ, আজ বিকেলেই উদ্বোধন হচ্ছে ডায়মন্ড হারবার এমপি কাপের
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Diamond Harbour MP Cup tournament: আজ, শনিবার থেকে শুরু হতে চলেছে ডায়মন্ডহারবার এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট। আগামী ২০ দিন ধরে চলবে ফুটবলের লড়াই।
কলকাতা : সাজো সাজো রব ডায়মন্ডহারবার শহর জুড়ে। এসডিও গ্রাউন্ড সংলগ্ন এলাকায় যেন উৎসবের আবহ। দলীয় পতাকা ছাড়াও এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও কাটআউট দিয়েই চলছে প্রচার অভিযান। করোনা পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত বছর থেকে ফের শুরু হয়েছে এমপি কাপ। আবারও আজ, শনিবার থেকে শুরু হতে চলেছে ডায়মন্ডহারবার এমপি কাপ ফুটবল টুর্নামেন্ট।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে তারকা সমাবেশ।সাংসদের উদ্যোগে কয়েক বছর ধরে হচ্ছে ডায়মন্ড হারবার এম পি কাপ ফুটবল টুর্নামেন্ট। কিন্তু করোনার কারণে মাঝে এক বছর অনুষ্ঠান বন্ধ রাখা হয়। অনুষ্ঠানকে ঘিরে এদিন নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। ডায়মন্ড হারবার রেল স্টেশন থেকে ৭৬ নম্বর স্ট্যান্ড পর্যন্ত সমস্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। দুপুরের পর থেকে কাকদ্বীপের দিক থেকে আসা সমস্ত কলকাতাগামী বাস ও কলকাতার দিক থেকে আসা সমস্ত যানবাহনকে, শিরাকল থেকে হটুগঞ্জ হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন : আজ কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে ঘূর্ণিঝড় মান্দাস, এর প্রভাবে কেমন থাকবে কলকাতার আবহাওয়া, জানুন আপডেট
মাঠের সামনে ডায়মন্ড হারবার জেটি ঘাটটি সাজানো হয়েছে বাহারি আলো দিয়ে। অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে এসডিও গ্রাউন্ডের দর্শক আসন। গত বছরই ম্যাচের উদ্বোধন করে তিনি বলেছিলেন, " কুড়ি দিন ধরে শুধুই হবে খেলা, কোনও রাজনীতি নয়। রাজনীতির জন্য সময় আছে সারা বছর। আমাদের মুখ্যমন্ত্রী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার দিকে বিশেষ নজর দিয়েছেন। খেলাধুলা হল শিক্ষার অঙ্গ। তরুণ ও যুবদের মাঠমুখী করতে আমার এই উদ্যোগ। এটা প্রতি বছরই চলবে। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রতিভাবান ফুটবলার আছে, তাদের আলোয় আনার একটা প্রচেটা। আমরা চাই আগামীদিনে বাংলার ফুটবলাররা বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যাক।"
advertisement
advertisement
আরও পড়ুন : পরিকল্পনা ঝুলন্ত উদ্যানের, শীত বাড়তেই দূষণ রুখতে সবুজায়নে গুরুত্ব কলকাতা পুরসভার
ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, বজবজ, মহেশতলা, সাতগাছিয়া, মেটিয়াবুরুজ সহ সাতটি বিধানসভা কেন্দ্র থেকে মোট ১২৮ টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করবে ডায়মন্ডহারবার ফুটবল দল ও বজবজ ফুটবল দল। অনুষ্ঠান মঞ্চের পাশেই বিশেষভাবে তৈরি করা হয় আলাদা মঞ্চ। সেখানেই এদিন সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের বিখ্যাত গায়ক হানি সিং। এই ফুটবল টুর্নামেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এছাড়াও ভালো খেলার জন্য থাকছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2022 10:02 AM IST