মিঠুন চক্রবর্তী ছাড়াও রাজবংশী অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপির হয়ে প্রচার করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ৷ এছাড়াও রয়েছেন,অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়৷ তারকা প্রচারকের তালিকায় রাখা হয়েছে হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, শংকর ঘোষ, অনন্ত মহারাজ, নিশীথ প্রামাণিক এবং অমিত মালব্য সহ ৪০ জনকে।
advertisement
সম্প্রতি দু’দিনের জন্য বঙ্গ সফরে এসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ সফর চলাকালীন রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি৷ এছাড়াও, সূত্রের খবর, সেই সময় মিঠুন চক্রবর্তীর সঙ্গেও পৃথক একটি বৈঠক করেছিলেন নাড্ডা৷
সেই থেকেই জল্পনা শুরু হয়, তবে কি একুশের নির্বাচনের আগে মিঠুন চক্রবর্তীকে যে রকম সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল, সেই সরকম ভাবে লোকসভা নির্বাচনের আগেও কি সক্রিয় হতে চলেছেন মিঠুন? ধূপগুড়ি উপ নির্বাচনের তারকা প্রচারকের তালিকায় মিঠুন চক্রবর্তীর নাম অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে৷
গত ২৫ জুলাই কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের। তারপরে তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্রে নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন৷ সেই উপ নির্বাচন হতে চলেছে আগামী ৫ সেপ্টেম্বর।
আরও পড়ুন: ২০১৬ থেকে ২০২৩, রাজভবনে এখনও আটকে বহু বিল, শাসকদলের নিশানা রাজ্যপালকে
গত ১৫ অগাস্টই ধূপগুড়ি কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামা কাণ্ডে নিহত সেনাকর্মী জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়কে। অন্যদিকে, তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে রাজবংশী অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের। উত্তরবঙ্গে ভাওয়াইয়া লোকগানের জনপ্রিয় শিল্পী ঈশ্বরচন্দ্র রায়কে প্রার্থী করেছে বামেরা। ইনিও রাজবংশী। কংগ্রেসের পক্ষ থেকে বামফ্রন্ট প্রার্থীকে সমর্থনের কথাও ঘোষণা করা হয়েছে।
সব মিলিয়ে লোকসভা ভোটের আগে ধূপগুড়ি উপ নির্বাচনেও শাসক-বিরোধী কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। দুই শিবিরই জয়ের লক্ষ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে।
গত পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গেও আশানুরূপ ফল করতে পারেনি পদ্ম শিবির। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র আসন ধরে রাখা তাদের কাছে এক প্রকার প্রেস্টিজ ফাইট। তাই বঙ্গ বিজেপির প্রথম সারির সব মুখের পাশাপাশি দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে স্টার ক্যাম্পেনারের তালিকায় বিজেপির কেন্দ্রীয় অনেক নেতৃত্বকেও রেখে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বঙ্গ পদ্ম শিবির।