১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে ২২/৭/২০২৪ তারিখে অর্থাৎ সোমবার ছাড়ার কথা ছিল। ১৩১০৭ ঢাকা- কলকাতা মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে ২৩/৭/ ২০২৪ তারিখে অর্থাৎ মঙ্গলবার ছাড়ার কথা ছিল এবং ১৩১০৯ কলকাতা -ঢাকা মৈত্রী এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে ২৩/৭/২০২৪ তারিখে ছাড়ার কথা ছিল। সেগুলি উপরিউক্ত দিনগুলিতে বাতিল থাকবে বলে জানিয়েছে রেল।
advertisement
একইসঙ্গে রেল সূত্রে জানানো হয়েছে, নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে:
আরও পড়ুন: কাশ্মীরের সেনাঘাঁটিতে সাতসকালে জঙ্গি হামলা! ফের আহত জওয়ান! নাগাড়ে গুলির লড়াই
১. কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টার গুলিতেই প্রদান করা হবে।
২. হারানো/মিসপ্লেসড টিকিটের কিন্তু কোনও ফেরত দেওয়া হবে না।
৩. বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। টিডিআর ইস্যু করা হবে না।
ট্রেন নির্ধারিত সময়ে না চলার জন্য যাত্রীদের অসুবিধার কথা ভেবে দুঃখ প্রকাশ করেছে রেল।