Terrorist Attack: কাশ্মীরের সেনাঘাঁটিতে সাতসকালে জঙ্গি হামলা! ফের আহত জওয়ান! নাগাড়ে গুলির লড়াই

Last Updated:

Terrorist Attack: সোমবার সাতসকালেই কেঁপে ওঠে জম্মুর সেনা ছাউনি। আহত হন এক জওয়ান। পালটা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু করেছে সেনাও। গুলির শব্দে কেঁপে উঠছে উপত্যকা। গোটা এলাকায় নেমেছে সেনা, চলছে তল্লাশি অভিযান।

সেনাঘাঁটিতে বড়সড় জঙ্গিহানা
সেনাঘাঁটিতে বড়সড় জঙ্গিহানা
শ্রীনগর: ফের রক্তাক্ত ভূস্বর্গ। রাজৌরির সেনাঘাঁটিতে বড়সড় জঙ্গিহানার খবর মিলল সোমবার সাতসকালেই কেঁপে ওঠে জম্মুর সেনা ছাউনি। আহত হন এক জওয়ান। পালটা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু করেছে সেনাও। গুলির শব্দে কেঁপে উঠছে উপত্যকা। গোটা এলাকায় নেমেছে সেনা, চলছে তল্লাশি অভিযান।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, সোমবার রাজৌরির গুন্ধা এলাকার একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাদের কাছে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে বলেই প্রাথমিকভাবে অনুমান। ভোর চারটে নাগাদ এই হামলার পরেই পালটা গুলি চালাতে শুরু করেছে সেনা। প্রায় এক ঘণ্টা ধরে গুলির লড়াই চলেছে দুপক্ষের মধ্যে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। পরে জানা যায়, জঙ্গি হামলায় আহত হয়েছেন এক জওয়ান।
advertisement
সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্টওয়াল বলেন, ‘রাজৌরির একটি দূর প্রান্তের গ্রামের সেনা ঘাঁটিতে বড়সড় হামলা চালিয়েছে সেনারা। জঙ্গিদের ধরতে অপারেশন চলছে।’ উল্লেখ্য গত সপ্তাহের শুরুতেও বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটে কাশ্মীরে। পর পর হামলার ঘটনায় দিন দুয়েক আগেই কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা একটি উচ্চস্তরের বৈঠক করেন কাশ্মীরের নিরাপত্তা নিয়ে। চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বিএসএফ-এর ডিজি নিতিন আগরওয়াল-সহ সিআরপিএফ-এর ডিজি, জম্মু-কাশ্মীরের ডিজিপি প্রমুখ অংশ নিয়েছিলেন সেই বৈঠকে।
advertisement
advertisement
প্রসঙ্গত, দিনকয়েকের মধ্যেই কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সম্ভাবনা। তার আগে লাগাতার নাশকতায় রক্তাক্ত হচ্ছে ভূস্বর্গ। এবার সেনার পিকেটে হামলা চালাল সন্ত্রাসবাদীরা। সোমবার ভোরবেলা রাজৌরির একটি সেনা পিকেটে জঙ্গি হামলার খবর মেলে।
বাংলা খবর/ খবর/দেশ/
Terrorist Attack: কাশ্মীরের সেনাঘাঁটিতে সাতসকালে জঙ্গি হামলা! ফের আহত জওয়ান! নাগাড়ে গুলির লড়াই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement