TRENDING:

Dev TMC: 'দিল্লিতে আসুন', দেবকে ডেকে পাঠাল ইডি! 'বড়' দুর্নীতিতে তলব, ডাক আরেক TMC বিধায়ককেও

Last Updated:

Dev TMC: ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মাঝে তাঁকে নিয়ে জল্পনা ছড়িয়েছিল, তিনি কি রাজনীতি থেকে সরে যাবেন? কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই তৃণমূল সাংসদ দেব স্পষ্ট করে দেন, ফের ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হবেন তিনিই। এমনকী আরামবাগের সভায় দেবকে দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন’। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ দেবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আগামী ২১ ফেব্রুয়ারি দিল্লিতে তাঁকে তলব করা হয়েছে।
দেবকে ইডির তলব
দেবকে ইডির তলব
advertisement

আর্থিক তছরুপ মামলায় তৃণমূল সাংসদকে সমন পাঠিয়েছে তদন্তকারী সংস্থা। আর আগেও তারকা, রাজনীতিককে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, “যতবার ডাকবে, ততবার যাব!”। এবারও তিনি যাবেন বলেই তাই ধরে নিচ্ছেন অনেকেই।

আরও পড়ুন: ‘একবার আপনি যান…’ সন্দেশখালির উত্তাপের মধ্যেই চোপড়া নিয়ে সোচ্চার তৃণমূল! রাজ্যপালের কাছে জমা পড়ল ডেপুটেশন

advertisement

উল্লেখ্য, ২০২২ সালে গরু পাচার মামলায় দেবকে ইডি, সিবিআই তলব করেছিল। কলকাতায় সিবিআই দফতরে এবং দিল্লিতে ইডি দফতরেও হাজিরা দিয়েছিলেন দেব। এবার আর্থিক তছরুপ মামলায় তাঁকে তলব করা হল। প্রসঙ্গত, বাংলার শাসক দল ছাড়াও, বিরোধী রাজনৈতিক দলগুলির সকলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একের পর এক বিরোধী নেতাদের তলবের সমালোচনা করে চলেছে। তাদের দাবি, কেন্দ্র সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থে ব্যবহার করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলিকে।

advertisement

আরও পড়ুন: ঝাঁটা হাতে মহিলারা, BJP-র বিক্ষোভে উত্তাল একের পর এক জেলা! জলকামান ছুঁড়ল পুলিশও

এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেন, ”নিজেদেল ব্যর্থতা ঢাকতে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। কোথাও বিএসএফ দিয়ে, কোথাও সিআরপিএফ দিয়ে। আমি এটাকে ধিক্কার জানাচ্ছি।” প্রসঙ্গত, শুধু দেব নয়, জানা গিয়েছে তৃণমূলের পটাশপুরের বিধায়ক উত্তম বারিককেও আরেক কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে। সূত্রের খবর, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উত্তমকে তলব করেছে। একদিকে তৃণমূলের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে ইডির তলব, অন্যদিকে শাসক-বিধায়ক উত্তম বারিককে আইটির তলব। ফের যে আলোড়ন উঠতে চলেছে রাজ্য রাজনীতিতে, তা বলাই বাহুল্য।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dev TMC: 'দিল্লিতে আসুন', দেবকে ডেকে পাঠাল ইডি! 'বড়' দুর্নীতিতে তলব, ডাক আরেক TMC বিধায়ককেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল