West Bengal News: 'একবার আপনি যান...' সন্দেশখালির উত্তাপের মধ্যেই চোপড়া নিয়ে সোচ্চার তৃণমূল! রাজ্যপালের কাছে জমা পড়ল ডেপুটেশন

Last Updated:

West Bengal News: সন্দেশখালি গেলে, চোপড়া নয় কেন? এই মর্মেই রাজ্যপালের দ্বারস্থ হলেন তৃণমূল নেতৃত্ব। আজ রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দিলেন তৃণমূলের প্রতিনিধি দল।

রাজ্যপালের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল
রাজ্যপালের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল
কলকাতা: চোপড়া নিয়ে সোচ্চার তৃণমূল। সন্দেশখালি গেলে, চোপড়া নয় কেন? এই মর্মেই রাজ্যপালের দ্বারস্থ হলেন তৃণমূল নেতৃত্ব। আজ রাজভবনে গিয়ে ডেপুটেশন জমা দিলেন তৃণমূলের প্রতিনিধি দল। উত্তর দিনাজপুরের চোপড়ায় শিশুমৃত্যুর ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকালে বিধানসভা থেকে রাজভবনে যায় তৃণমূলের ওই প্রতিনিধি দলটি। ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য-সহ নয় নেতা-নেত্রী।
বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দলের পক্ষ থেকে ডেপুটেশন দিতে এসে তাঁরা সাংবাদিদকের মুখোমুখি হয়ে বলেন, “যে মর্মান্তিক ঘটনা চোপড়ায় ঘটেছে তা হৃদয় বিদারক। রাজ্যপালকে আমাদের অনুরোধ, একবার আপনি যান। কথা বলুন। বিএসএফ এই কনস্ট্রাকশন বেআইনি ভাবে করছিল।”
advertisement
advertisement
একইসঙ্গে সন্দেশখালি প্রসঙ্গ তুলে তৃণমূল নেতৃত্বের মন্তব্য, “আমরা দেখেছি আপনি সন্দেশখালি গিয়েছিলেন। আপনি একবার আসুন চোপড়ায়।” তাঁদের আর্জিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন, তিনি কথা দিচ্ছেন, তিনি যাবেন।”
কুণাল ঘোষরা বলেন, “আমরা দেখব তিনি কবে যাবেন। আমরা বলেছি সন্দেশ খালিতে একতরফা রিপোর্ট এসেছে। রাজ্য প্রশাসনের কাছে থেকে রিপোর্ট নিন। যদি কিছু ঘটে থাকে দল দেখবে।” রাজ্যপাল মুখ্যমন্ত্রী সম্পর্ক প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “রাজ্যপাল বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি কখনই অপমান করেন না। করবেন না। তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল।”
advertisement
ব্রাত্য বসু চোপড়ার ঘটনার প্রসঙ্গে বলেন, “বিজেপির দুর্বৃত্তরা রাজ্য জুড়ে নানা রকম কাণ্ড করছেন। এটা যেন তৃণমূল পরিষদীয় দল মাঝে মাঝে অবহিত করেন।” অরূপ চক্রবর্তী বলেন, “সন্দেশখালি নিয়ে বলেছি যে রিপোর্ট প্রকাশ করেছেন সেটি ভিত্তিহীন রিপোর্টের উপর দাঁড়িয়ে। রাজ্যপাল বলেছেন রাজ্য সরকারের কাছেই এ বিষয়ে রিপোর্ট চাইবেন তিনি।” অরূপ চক্রবর্তীর দাবি, “লাগাতার নারী নির্যাতনের অভিযোগ উঠত নিরাপদ সর্দার, বিকাশ সিংদের। এত দিন ধরে বলল না কেন? সাজিয়ে আনছে, মিথ্যে কথা বলাচ্ছে।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: 'একবার আপনি যান...' সন্দেশখালির উত্তাপের মধ্যেই চোপড়া নিয়ে সোচ্চার তৃণমূল! রাজ্যপালের কাছে জমা পড়ল ডেপুটেশন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement