TRENDING:

Mamata Banerjee Teacher Meeting: যোগ্যদের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টে নতুন আবেদন করুক রাজ্য, মমতার সামনেই দাবি তুললেন চাকরিহারা শিক্ষকরা

Last Updated:

পূর্ব ঘোষণা মতোই এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভার শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে শীর্ষ আদালতে যোগ্য প্রার্থীদের তালিকা জমা দিয়ে নতুন করে আবেদনের দাবি তুললেন চাকরিহারা শিক্ষকরা৷ একই সঙ্গে তাঁরা জানিয়ে দিলেন, নতুন করে কোনও পরীক্ষা দিতে তাঁরা রাজি নন৷ রাজ্য সরকার যতদিন না নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন করছে, ততদিন তাঁদের চাকরি থেকে বরখাস্ত করার চিঠি ধরান যাবে না বলেও দাবি করেছেন চাকরিহারা শিক্ষকদের সংগঠনের প্রতিনিধিরা৷
News18
News18
advertisement

পূর্ব ঘোষণা মতোই এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার আগে বঞ্চিত শিক্ষকদের সংগঠনের দুই প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন৷ তখনই এই দাবি তোলা হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি বলেন, ‘সাত বছর আগে আমরা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি৷ আমরা আর কোনও পরীক্ষা দেব না৷ আমরা তো সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার আবেদন করবই। সরকারকেও বলব, সেই আবেদন করতে। তবে সরকারকে আমরা বলব, যোগ্য শিক্ষকদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করা হোক৷ প্রয়োজনে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলা হোক৷ যতদিন না পর্যন্ত এই আবেদন করা হচ্ছে এবং আদালত নতুন নির্দেশ দিচ্ছে, আমাদের বরখাস্ত করা যাবে না৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Teacher Meeting: যোগ্যদের তালিকা দিয়ে সুপ্রিম কোর্টে নতুন আবেদন করুক রাজ্য, মমতার সামনেই দাবি তুললেন চাকরিহারা শিক্ষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল