পূর্ব ঘোষণা মতোই এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার আগে বঞ্চিত শিক্ষকদের সংগঠনের দুই প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন৷ তখনই এই দাবি তোলা হয়৷
চাকরিহারা শিক্ষকদের এক প্রতিনিধি বলেন, ‘সাত বছর আগে আমরা পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছি৷ আমরা আর কোনও পরীক্ষা দেব না৷ আমরা তো সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার আবেদন করবই। সরকারকেও বলব, সেই আবেদন করতে। তবে সরকারকে আমরা বলব, যোগ্য শিক্ষকদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করা হোক৷ প্রয়োজনে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলা হোক৷ যতদিন না পর্যন্ত এই আবেদন করা হচ্ছে এবং আদালত নতুন নির্দেশ দিচ্ছে, আমাদের বরখাস্ত করা যাবে না৷’
advertisement