টালিগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোম থেকে (আরএসভি হসপিটাল) অত্যন্ত আশঙ্কানজক অবস্থায় তাঁকে আমরি হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত্যুর কারণ হিসাবে সেপসিস এবং তাঁর সঙ্গে ডেঙ্গি শক সিনড্রোম ছিল বলে জানা গিয়েছে। এর আগে মাসখানেক আগে কালীঘাটে মন্দিরের পাশেই অষ্টম শ্রেণীর এক মেধাবী ছাত্রের মৃত্যু হয় ডেঙ্গি আক্রান্ত হয়ে। ফর্টিস হাসপাতালে মৃত্যু হয়েছিল সেই ছাত্রের।
advertisement
আরও পড়ুন: 'সঙ্গ দোষে মানুষ ফ্রাস্ট্রেশনে চলে যায়', কার উদ্দেশ্যে বললেন মমতা? তুঙ্গে জল্পনা
হরিদেবপুর এলাকার ব্যানার্জি পাড়া এলাকায় বাসিন্দাদের বক্তব্য, এলাকার বেশিরভাগ বাড়ির মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। বহু মানুষ হসপিটালে ভর্তি। হসপিটাল থেকে ছাড়া পেয়েও এসেছে বহু মানুষজন। বহুদিন ধরে ডেঙ্গি হচ্ছে এলাকায়, কিন্তু পুরসভার কোনও হেলদোল নেই। কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কলকাতা পুরসভা সূত্রে খবর, ৮, ৯, ১০ এবং ১২ নম্বর বড়তে ডেঙ্গির পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ।
আরও পড়ুন: শিক্ষক দিবসে হঠাৎ বহুরূপী সেজে স্কুলে হাজির প্রধান শিক্ষক, কারণ শুনলে চমকে যাবেন
যে মহিলা এদিন ডেঙ্গিতে মারা গিয়েছেন, তাঁর বাড়ির সামনে দুটি ফাঁকা জমি ডাস্টবিনে পরিণত হয়েছে। এলাকার মানুষজনের বক্তব্য, বহু বার বলা সত্ত্বেও ওই খালি জমি কেউ পরিষ্কার করছে না। এক কথায় মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে এই খালি ডাস্টবিন দুটি। এলাকার মানুষজন আতঙ্কে। কলকাতা কর্পোরেশনের ১১৫ ওয়ার্ড, কাউন্সিলর রত্না সূর এ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
সহ-প্রতিবেদক-- সমীর দাস