Hooghly News: শিক্ষক দিবসে হঠাৎ বহুরূপী সেজে স্কুলে হাজির প্রধান শিক্ষক, কারণ শুনলে চমকে যাবেন

Last Updated:
শিক্ষক হলেন সমাজ গড়ার কারিগর। ভবিষ্যতের সমাজের মেরুদন্ড গঠনের কান্ডারী তাঁরাই।
1/9
শিক্ষক দিবসের দিন সকালে বহুরূপী সেজে বাল্যবিবাহ রোধের প্রচারে গোলাপসুন্দরী ওরফে মাঝপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। (তথ্য-- রাহী হালদার)
শিক্ষক দিবসের দিন সকালে বহুরূপী সেজে বাল্যবিবাহ রোধের প্রচারে গোলাপসুন্দরী ওরফে মাঝপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। (তথ্য-- রাহী হালদার)
advertisement
2/9
খানাকুলের শ্রীরামপুর গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আইসিডিএস কর্মীও ওই কেন্দ্রের পড়ুয়ার অভিভাবকদের সামনে বহুরূপী সেজে ছড়া ও গানের মাধ্যমে বাল্যবিবাহ রোধ নিয়ে প্রচার করলেন তিনি। (তথ্য-- রাহী হালদার)
খানাকুলের শ্রীরামপুর গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আইসিডিএস কর্মীও ওই কেন্দ্রের পড়ুয়ার অভিভাবকদের সামনে বহুরূপী সেজে ছড়া ও গানের মাধ্যমে বাল্যবিবাহ রোধ নিয়ে প্রচার করলেন তিনি। (তথ্য-- রাহী হালদার)
advertisement
3/9
পরনে লাল ঘাগড়া, হাতে চুড়ি, পায়ে ঘুঙুর, মাথায় পটচুল মাচপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তখন গোলাপ সুন্দরী। বাল্যবিবাহ রোধের প্রচারে রাজ্যের নানান প্রান্তে পৌঁছে যান তিনি। (তথ্য-- রাহী হালদার)
পরনে লাল ঘাগড়া, হাতে চুড়ি, পায়ে ঘুঙুর, মাথায় পটচুল মাচপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তখন গোলাপ সুন্দরী। বাল্যবিবাহ রোধের প্রচারে রাজ্যের নানান প্রান্তে পৌঁছে যান তিনি। (তথ্য-- রাহী হালদার)
advertisement
4/9
কখনও বীরভূম, কখনও পুরুলিয়া আবার কখনও মেদিনীপুর প্রান্তিক মানুষদের কাছে বহুরূপী সেজে তিনি বার্তা পৌঁছে দেন যাতে সমাজে বাল্যবিবাহ রোধ হয়। (তথ্য-- রাহী হালদার)
কখনও বীরভূম, কখনও পুরুলিয়া আবার কখনও মেদিনীপুর প্রান্তিক মানুষদের কাছে বহুরূপী সেজে তিনি বার্তা পৌঁছে দেন যাতে সমাজে বাল্যবিবাহ রোধ হয়। (তথ্য-- রাহী হালদার)
advertisement
5/9
হুগলির খানাকুলের তিলচক গ্রামের বাসিন্দা দেবাশীষ মুখোপাধ্যায়। বছর ৫২ র দেবাশিস বাবু মনে করেন বাল্যবিবাহ রোধ করতে গেলে তাকেও একজন মহিলার বেশ ধারণ করতে হবে।
হুগলির খানাকুলের তিলচক গ্রামের বাসিন্দা দেবাশীষ মুখোপাধ্যায়। বছর ৫২ র দেবাশিস বাবু মনে করেন বাল্যবিবাহ রোধ করতে গেলে তাকেও একজন মহিলার বেশ ধারণ করতে হবে।
advertisement
6/9
তাই তাঁর গোলাপ সুন্দরী সাজা। গোলাপ সুন্দরী সেজে তাঁর এই অভিনব প্রচারের সাড়া মানুষের মধ্যে পড়েছে ব্যাপকভাবে। (তথ্য-- রাহী হালদার)
তাই তাঁর গোলাপ সুন্দরী সাজা। গোলাপ সুন্দরী সেজে তাঁর এই অভিনব প্রচারের সাড়া মানুষের মধ্যে পড়েছে ব্যাপকভাবে। (তথ্য-- রাহী হালদার)
advertisement
7/9
দেবাশিসবাবু বলেন, গোলাপ সুন্দরী এখন তাঁর নিজেরই একটি রূপ। কলেজে পড়ার সময় থেকেই তিনি একজন সমাজসেবক। শিক্ষকতা শুরু করার সঙ্গেই স্থানীয় মানুষদের সমস্যার বিষয় নিয়ে নিজেই তাদের সচেতন করতে উদ্যত হতেন তিনি। (তথ্য-- রাহী হালদার)
দেবাশিসবাবু বলেন, গোলাপ সুন্দরী এখন তাঁর নিজেরই একটি রূপ। কলেজে পড়ার সময় থেকেই তিনি একজন সমাজসেবক। শিক্ষকতা শুরু করার সঙ্গেই স্থানীয় মানুষদের সমস্যার বিষয় নিয়ে নিজেই তাদের সচেতন করতে উদ্যত হতেন তিনি। (তথ্য-- রাহী হালদার)
advertisement
8/9
শিক্ষক হলেন সমাজ গড়ার কারিগর। ভবিষ্যতের সমাজের মেরুদন্ড গঠনের কান্ডারী এনারাই। সেই শিক্ষকই সমাজকে সচেতন করার জন্য এক গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
শিক্ষক হলেন সমাজ গড়ার কারিগর। ভবিষ্যতের সমাজের মেরুদন্ড গঠনের কান্ডারী এনারাই। সেই শিক্ষকই সমাজকে সচেতন করার জন্য এক গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।
advertisement
9/9
নিজেই বহুরূপী সেজে সমাজকে সচেতন করছেন যাতে বাল্যবিবাহ না হয়। (তথ্য-- রাহী হালদার)
নিজেই বহুরূপী সেজে সমাজকে সচেতন করছেন যাতে বাল্যবিবাহ না হয়। (তথ্য-- রাহী হালদার)
advertisement
advertisement
advertisement