TRENDING:

পেট্রল পাম্পে পাওয়া যাবে টাকা ! এরাজ্যের পাম্পগুলিতে কি পাওয়া যাচ্ছে ?

Last Updated:

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবার থেকে দেশের পেট্রল পাম্পগুলির থেকেও তোলা যাবে ২০০০ টাকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ব্যাঙ্ক এবং এটিএম গুলিতে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়েও প্রয়োজন মতো টাকা পাচ্ছেন না সাধারণ মানুষ ৷ অনেকে আবার এত বড় লাইন দিতে গিয়ে অসুস্থও হয়ে পড়ছেন ৷ তাই মানুষের সুবিধার্থে এবার ব্যাঙ্ক-এটিএম-পোস্ট অফিস ছাড়াও টাকা পাওয়ার আরও একটা বিকল্প ব্যবস্থা করল কেন্দ্রীয় সরকার ৷ সেটা হল পেট্র পাম্প ৷ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবার থেকে দেশের পেট্রল পাম্পগুলিতেও তোলা যাবে ২০০০ টাকা ৷  তবে রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলির নির্দিষ্ট কিছু পেট্রল পাম্প থেকেই টাকা তোলা যাবে বলে জানানো হয়েছে ৷ টাকা তোলার জন্য লাগবে শুধু আপনার ব্যাঙ্কের ডেবিট কার্ড ৷
advertisement

পেট্রল পাম্পে টাকা মেলার ঘোষণার পরেও অবশ্য এই রাজ্যের পাম্পগুলিতে এখনই পাওয়া যাচ্ছে না টাকা ৷ কারণ পেট্রল ডিলার অ্যাসোসিয়েশনের কর্তা তুষারকান্তি সেন বলেন, ‘‘ এখনও রাজ্যের পেট্রল পাম্পগুলিতে বসেনি সোয়াইপ মেশিন ৷ রাজ্যে মোট তিন হাজার পেট্রল পাম্প রয়েছে ৷ তবে মানুষের স্বার্থে মেশিন দ্রুত বসাতেই পারি আমরা ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রাথমিকভাবে দেশজুড়ে ২৫০০ পেট্রল পাম্পে এই সুবিধা পাওয়া যাবে। যেসব পেট্রল পাম্পে স্টেট ব্যাঙ্কের কার্ড সোয়াইপ মেশিনের ব্যবস্থা রয়েছে সেখান থেকে টাকা তুলতে পারবেন। তিনদিন পর দেশের প্রায় ২০ হাজার পেট্রল পাম্পে টাকা তোলার সুবিধা পাওয়া যাবে। HDFC ব্যাঙ্ক, CITI ব্যাঙ্ক এবং ICICI ব্যাঙ্কের কার্ড সোয়াইপ মেশিন থাকলেই এই সুবিধা পাওয়া যাবে। ব্যাঙ্ক-এটিএম ছাড়া টাকা তোলার অন্য বিকল্প জায়গা হিসেবে পেট্রল পাম্পকে ব্যবহার করার প্রস্তাব দেয় অল ইন্ডিয়া পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন ৷ এই নিয়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার আধিকারিকদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকও হয় এসবিআইয়ের চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যের ৷ তারপরেই  দেশের পেট্রল পাম্প গুলির থেকেও টাকা দেওয়ার বিষয়টা চূড়ান্ত করা হয় ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পেট্রল পাম্পে পাওয়া যাবে টাকা ! এরাজ্যের পাম্পগুলিতে কি পাওয়া যাচ্ছে ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল