TRENDING:

Abhishek Banerjee- Rujira Banerjee: অভিষেক পত্নী রুজিরার বিরুদ্ধে পরোয়ানা জারি দিল্লির আদালতের, হাজিরা এড়ানোর অভিযোগ ইডি-র

Last Updated:

ইডি আদালতে অভিযোগ করেছিল, বার বার তলব করলেও রুজিরা তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির পাতিয়ালা হাউস আদালত৷ বার বার তলব করলেও রুজিরা হাজিরা দিয়ে কয়লা পাচার কাণ্ডের তদন্তে সহযোগিতা করছেন না, এই অভিযোগ জানিয়ে আদালতে আবেদন করেছিল ইডি৷ সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই পরোয়ানা জারি করেছে আদালত৷
রুজিরার বিরুদ্ধে পরোয়ানা জারি দিল্লির আদালতের৷
রুজিরার বিরুদ্ধে পরোয়ানা জারি দিল্লির আদালতের৷
advertisement

ইডি আদালতে অভিযোগ করেছিল, বার বার তলব করলেও রুজিরা তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন না৷ যদিও মামলার পরবর্তী শুনানি ২০ অগাস্ট, ২০২০ পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারক৷ কয়েকদিন আগেই তাঁদের কলকাতার ইডি দফতরে তলব করার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা৷ তাঁদের আবেদন ছিল, যেহেতু পশ্চিমবঙ্গের মামলায় তদন্ত চলছে, তাই নয়াদিল্লির বদলে কলকাতার অফিসেই তাঁদেরকে তলব করুক ইডি৷ যদিও সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট৷

advertisement

আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রী আমার কাছের মানুষ', ফিরহাদের উপস্থিতিতেই মমতার প্রশংসায় সৌরভ

এর আগে ইডি-র তলবে সাড়া দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দু' বার দিল্লিতে গিয়ে হাজিরা দিয়ে এসেছেন৷ দু' দফায় তাঁকে দীর্ঘ সময় জেরা করেছে ইডি৷ কিন্তু বাড়িতে শিশুসন্তান রয়েছে, এই কারণ দেখিয়ে ইডি-র তলবে সাড়া দেননি রুজিরা৷ তার বদলে কলকাতায় তাঁকে জেরা করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রস্তাব দিয়েছিলেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কয়লা পাচার কাণ্ডে ২০২০ সালের নভেম্বর মাসে এফআইআর দায়ের করে সিবিআই৷ তারই সূত্র ধরে আর্থিক তছরূপের অভিযোগে তদন্তে নামে ইডি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee- Rujira Banerjee: অভিষেক পত্নী রুজিরার বিরুদ্ধে পরোয়ানা জারি দিল্লির আদালতের, হাজিরা এড়ানোর অভিযোগ ইডি-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল