TRENDING:

Debjani Mukherjee Scam: অবশেষে জেলের বাইরে সারদা কাণ্ডের সেই দেবযানী! কোথায় গেলেন, 'ছুটি' নিয়ে তুমুল চর্চা

Last Updated:

Debjani Mukherjee Scam: সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, আজ থেকে ১০ বছর আগে এই দুই নামকে ঘিরেই তোলপাড় পড়ে গেছিল গোটা রাজ্যে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সারদা চিটফাণ্ড মামলায় অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে গ্রেফতার দেবযানী মুখোপাধ্যায়কে দীর্ঘ প্রায় দশ বছর পর বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছে মহামান্য আদালত। তবে জামিন পাননি দেবযানী। রবিবার মাত্র ৬ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে অসুস্থ মাকে দেখতে বাড়ি গিয়েছেন সারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত।
বাড়ির পথে দেবযানী
বাড়ির পথে দেবযানী
advertisement

সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়, আজ থেকে ১০ বছর আগে এই দুই নামকে ঘিরেই তোলপাড় পড়ে গেছিল গোটা রাজ্যে। সারদা চিটফান্ডের তদন্তে গ্রেফতার হয়েছিলেন সংস্থার মালিক সুদীপ্ত সেন ও তাঁর ঘনিষ্ঠ দেবযানী। তার পর থেকে চলছে তদন্ত। কোথায় দাঁড়িয়ে তদন্ত, সে নিয়ে কোনও বিস্তারিত তথ্য নেই। কিন্তু সুদীপ্ত বা দেবযানী কেউই জামিন পাননি। অবশেষে ১০ বছর পরে বন্দিজীবন থেকে সাময়িক মুক্তি পেলেন দেবযানী।

advertisement

আরও পড়ুন: ভয়াবহ! কী এমন ঘটছে বঙ্গোপসাগরে? বাংলার মৎস্যজীবীদের নির্দেশ, ‘তাড়াতাড়ি ফিরুন’

বর্তমানে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে ঠাঁই হয়েছে সারদা সংস্থার তদানীন্তন ডিরেক্টর দেবযানীর। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে তাঁর মা অত্যন্ত অসুস্থ। অসুস্থ মাকে একবার চোখের দেখা দেখতে প্যারোলে বাড়ি যাওয়ার জন্য আবেদন জানান দেবযানী মুখোপাধ্যায়ের আইনজীবী। দেবযানীর আইনজীবী আদালতে জানান, দেবযানীর মায়ের বিভিন্ন শারীরিক সমস্যা দেখা গিয়েছে। তাই প্যারোলে মাকে দেখতে যাওয়ার জন্য আবেদন জানান তিনি।

advertisement

আরও পড়ুন: অনুব্রতর বীরভূমে বিরাট কাণ্ড তৃণমূলে! ৩০ নেতার যা পরিণতি হল, জেলাজুড়ে তোলপাড়

সেইমতো CBI এর বিশেষ আদালতে এই আবেদন পাঠানো হয়। সেখান থেকেই মেলে অনুমতি। আদালত তরফে তাঁকে প্যারোলে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। আদালতের নির্দেশ মতো জেল কর্তৃপক্ষের তরফেও যাবতীয় আয়োজন করা হয়। দেবযানীকে ঢাকুরিয়ার বাড়িতে নিয়ে যেতে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়। ৬ ঘণ্টা বাড়িতে কাটিয়ে ফের বাড়ির পথেই রওনা দেবেন দেবযানী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আজ থেকে ঠিক ১০ বছর আগে সারদা চিটফাণ্ড কাণ্ডের জেরে গোটা রাজ্যে ধুন্ধুমার পড়ে যায়। ঘটনা সামনে আসতেই কলকাতা ছেড়েছিলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। শেষমেশ তাদের কাশ্মীর থেকে গ্রেফতার করা হয়। ২০১৩ সালে সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন দেবযানী। সারদা আর্থিক দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগে গ্রেফতার হন তিনি। তারপর থেকে জেলবন্দি দেবযানী।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Debjani Mukherjee Scam: অবশেষে জেলের বাইরে সারদা কাণ্ডের সেই দেবযানী! কোথায় গেলেন, 'ছুটি' নিয়ে তুমুল চর্চা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল