TRENDING:

Flood Situation in West Bengal: জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি, নতুন করে প্লাবিত হচ্ছে রাজ্যের একাধিক এলাকা

Last Updated:

ইতিমধ্যেই টেলিফোনে তিন বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি লাগাতার জল ছাড়ার কারণে যে অবস্থা তৈরি হয়েছে, সেই বিষয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: ক্রমাগত জল ছাড়ার পরিমাণ বাড়িয়েই চলেছে ডিভিসি ৷ ঝাড়খণ্ডে অতি বৃষ্টির কারণে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে ৷ আজ, মঙ্গলবার সকালে পাঞ্চেত ও মাইথন থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে তাতে পরিস্থিতি আরও বিপর্যস্ত হয়েছে। ইতিমধ্যেই টেলিফোনে তিন বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি লাগাতার জল ছাড়ার কারণে যে অবস্থা তৈরি হয়েছে, সেই বিষয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় সর্বক্ষণ যোগাযোগ রাখছেন ৷ রাজ্যের তিন মন্ত্রীকে বিশেষ বিশেষ জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে ৷
ডিভিসির ছাড়া জলে নতুন করে প্লাবিত হচ্ছে একাধিক এলাকা
ডিভিসির ছাড়া জলে নতুন করে প্লাবিত হচ্ছে একাধিক এলাকা
advertisement

আরও পড়ুন– নিম্নচাপ ঝাড়খণ্ডে, আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই

নিম্নচাপের জন্য একটানা বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমা জুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ডিভিসি-সহ বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। এর ফলে যে কোনও মুহূর্তে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে যেতে পারে। বিশেষ করে খানাকুল ও পুরশুড়ায় বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। বর্ষা এলেই বুক কাঁপে এই অঞ্চলের বাসিন্দাদের। বন্যায় শস্য়-সম্পত্তি এবং জীবনহানির ঘটনা যেন প্রতি বছরের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই এই খানাকুল-২ ব্লকের ১১টি পঞ্চায়েত এলাকার মানুষের দাবি, বন্যা সমস্যার স্থায়ী সমাধান। কিন্তু সেই দাবি মেটা তো দূর, বছর বছর বন্যার ক্ষতেরই অধিকাংশ মেরামত হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

advertisement

আরও পড়ুন– DMart এত সস্তায় জিনিসপত্র বিক্রি করে কীভাবে? অবশেষে জানা গেল এর পিছনের আসল রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০২১ সালের বন্যার পর এখনও পুরো ব্লক এলাকাই বিধ্বস্ত। বিষয়টি নিয়ে ধান্যগোড়ি, জগৎপুর, মাড়োখানা, নতিবপুর-১ ও ২, পলাশপাই-১ ও ২ অঞ্চলের বাসিন্দারা ফুঁসছেন। নিম্মচাপের ভ্রুকুটি রাজ্যে। অন্যদিকে, জেলায় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ায় অবস্থা জটিল হয়েছে। ডিভিসি থেকে জল ছাড়ার পর রাজ্যে বন্য়া পরিস্থিতি জটিল হয়েছে আরও। হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কয়েকদিনের ভারি বর্ষণে জলমগ্ন কলকাতা-সহ বিভিন্ন জেলা। জলের নীচে একাধিক জমি-বাড়ি। গত দু’দিন ধরে জলের তলায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক। অধিকাংশ জায়গায় পানীয় জলের সঙ্কট চরমে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Flood Situation in West Bengal: জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি, নতুন করে প্লাবিত হচ্ছে রাজ্যের একাধিক এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল