DMart এত সস্তায় জিনিসপত্র বিক্রি করে কীভাবে? অবশেষে জানা গেল এর পিছনের আসল রহস্য
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
কোনও এলাকায় ডিমার্ট তৈরি হলেই আশপাশের জমির দাম বাড়তে থাকে। এর পিছনে রয়েছে মনস্তত্ব।
advertisement
advertisement
মজার বিষয় হল, কোনও এলাকায় DMart তৈরি হলেই আশপাশের জমির দাম বাড়তে থাকে। এর পিছনে রয়েছে মনস্তত্ব। সাধারণ মানুষ মনে করেন, ডিমার্টের কারণে এলাকার আরও উন্নয়ন হবে। পাল্টে যাবে জীবনযাত্রার মান। ডিমার্ট কীভাবে এত সস্তায় জিনিসপত্র বিক্রি করে? এর মাস্টারমাইন্ড এক দ্বাদশ ফেল ব্যক্তি। তিনি আর কেউ নন, রাধাকিশান দামানি। দেশের অন্যতম সফল ব্যবসায়ী।
advertisement
advertisement
advertisement
advertisement