আরও পড়ুন- আট বছরে গরিবদের কল্যাণের কথাই সবার আগে ভেবেছি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ডাল লেকে অনুশীলন করাতে গেলে সিকিউরিটি নিয়ে সমস্যা আছে।তাই সেখানে কতটা সম্ভব হবে অনুশীলনের ক্ষেত্রে সেটা নিয়েও উৎকণ্ঠায় আছে ক্লাব কর্তৃপক্ষ। লেকে সকাল ও বিকেলে ভ্রমণে আসা লোকেদের বক্তব্য, পরিবেশ প্রেমীরা একটি তেলে চালিত স্পিড বোটের জন্য আইন করে বন্ধ করে দিল।সেখানে দেখা গেল,মানুষের জীবনের থেকে মাছের জীবনের দাম অনেক বেশি। তারা এও বলেন, লেকের ঘাস থেকে আরম্ভ করে গাছ কাটাই মেশিন। সবই তেল দিয়ে চালিত মেশিন কাটা হচ্ছে।সেখানে কেন দূষণের প্রশ্ন উঠছে না? যেখানে খেলায় রাজ্য কিংবা দেশের সম্মান জড়িয়ে থাকে। সেহেতু খেলা নিয়ে এসব করা ঠিক নয় বলে দাবি করেছে লেকে আসা মানুষজন।
advertisement
আরও পড়ুন: জ্বলছে দাদার দেহ, পাশেই গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত বোন...বাসন্তীর শ্মশানে মর্মান্তিক ঘটনা
সবার একটাই অভিযোগ ,লেকের জলে যে ভাবে শ্যাওলা রয়েছে।কেউ নামলেই তাদের পা জড়িয়ে যায়।সাঁতার দেওয়া খুব কঠিন হয়ে পড়ে।উপরন্তু লেকের জল পরিষ্কার হয় না। যার ফলে দূষণ ছড়াচ্ছে। মাছ মারা যাচ্ছে। তবে রোয়িং এর মতো একটি খেলা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হল। সেটা নিয়েই আফসোস করছে,ক্রীড়াপ্রেমীরা।
SHANKU SANTRA