TRENDING:

Kolkata Airport: ‘দানা’-র জেরে ১২ ঘণ্টার বেশি বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে পুনরায় ফ্লাইট পরিষেবা চালু

Last Updated:

Cyclone Dana-Flight Operation Resumed in Kolkata Airport: অবশেষে আজ, শুক্রবার সকাল ৮টা থেকেই বিমানবন্দরে ফের ফ্লাইট ওঠানামা চালু করা হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ঘূর্ণিঝড় ‘দানা’-র কারণে কলকাতা বিমানবন্দর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ অবশেষে আজ, শুক্রবার সকাল ৮টা থেকেই বিমানবন্দরে ফের ফ্লাইট ওঠানামা চালু করা হয়েছে ৷
কলকাতা বিমানবন্দরে পুনরায় ফ্লাইট পরিষেবা চালু হল সকাল ৮টা থেকে (Photo: PTI)
কলকাতা বিমানবন্দরে পুনরায় ফ্লাইট পরিষেবা চালু হল সকাল ৮টা থেকে (Photo: PTI)
advertisement

এর আগে ঘোষণা করা হয়েছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কোনও বিমান কলকাতা বিমানবন্দরে ওঠানামা করবে না । তবে নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই আজ, শুক্রবার ফ্লাইট পরিষেবা পুনরায় চালু করে দেওয়া হয় ৷ শুধু কলকাতা বিমানবন্দরই নয়, ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরও বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১৬ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্য দিকে, রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাতিল করা হয়েছে প্রায় ৫৫০টি ট্রেন।

advertisement

আরও পড়ুন– স্থলভাগ অতিক্রম করেছে ‘দানা’ ! ওড়িশায় চলছে প্রবল দুর্যোগ, দক্ষিণবঙ্গে সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

বিমান বাতিল ছাড়াও ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত ছিল বিমানবন্দর কর্তৃপক্ষ । বিগত কয়েকবার ঝড়ের কারণে হ্যাঙারে থাকা বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল । এবারে সেরকম যাতে কোনও পরিস্থিতি না হয়, সেজন্য আবহাওয়া দফতরের আধিকারিকদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হয়েছে । এবং বিপর্যয় মোকাবিলা টিমও প্রস্তুত রাখা হয়েছিল ।

advertisement

আরও পড়ুন– ‘দানা’-র প্রভাবে রাত থেকেই একনাগাড়ে বৃষ্টি রাজ্যের ৮ জেলায়, দিনভর আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

পরিস্থিতি পর্যালোচনা করে শুক্রবার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে থেকেই বিমান পরিষেবা চালু করা হয় কলকাতা বিমানবন্দরে। এদিন কলকাতা বিমানবন্দর থেকে প্রথম বিমান উড়ান ভরে ইম্ফলের উদ্দেশ্যে। এবং কলকাতা বিমানবন্দরে প্রথম বিমান অবতরণ করে দিল্লি থেকে আসা বিমানটি সকাল সাড়ে ৮টা নাগাদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর পাশাপাশি ভুবনেশ্বর বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি বিচার করে সকাল আটটা থেকেই বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেন শুক্রবার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Airport: ‘দানা’-র জেরে ১২ ঘণ্টার বেশি বন্ধ থাকার পর কলকাতা বিমানবন্দরে পুনরায় ফ্লাইট পরিষেবা চালু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল