দলের রাজ্য কমিটির সদস্য ইন্দ্রজিৎ সিটুর তরফে অ্যাপ ক্যাব সংগঠনের দায়িত্বে ছিলেন। এসএসসি-সহ চাকরিপ্রার্থী মঞ্চেও সক্রিয় ভুমিকায় ছিলেন। ডিওয়াইএফআই থেকে উঠে আসা কলকাতার নেতা ইন্দ্রজিতের বিরুদ্ধে গত রাজ্য সম্মেলনে অভিযোগ জমা পড়ে। এরপরেই বংশগোপাল চৌধুরীর পড়ে শ্রমিক সংগঠনের যুক্ত নেতা ইন্দ্রজিতকে ব্যক্তিগত জীবনে অসদাচরণের দায়ে বহিষ্কার করা হল। গত ফেব্রুয়ারি মাসে হুগলির ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলনের সময়েই কানাঘুষো শুরু হয়েছিল। তার পর দু’মাস যেতে না যেতেই তা সমাজমাধ্যমে দাবানলের আকার নেয়। আসানসোলের প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব হন মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী। গত শনিবার থেকেই বংশের ঘটনাটি নতুন মাত্রা পাচ্ছিল। রবিবার ছিল বামেদের ব্রিগেড সমাবেশ। তা শেষ হওয়ার পর থেকেই নানাবিধ স্ক্রিনশট, অডিয়ো ক্লিপ সমাজমাধ্যমে ছড়াতে শুরু করেছে।
advertisement
