Cyclone Dana Effect: ‘দানা’-র প্রভাবে রাত থেকেই একনাগাড়ে বৃষ্টি রাজ্যের ৮ জেলায়, দিনভর আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- local18
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Cyclone Dana Effect in West Bengal Weather: দিঘার সৈকতে বেড়েছে জলস্তর। গার্ডওয়াল ছাপিয়ে জল উঠে আসছে রাস্তায়। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। দফায় দফায় চলছে বৃষ্টিপাত।
ঘূর্ণিঝড় ‘দানা’-র প্রভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আট জেলায়। সকালে কয়েক ঘণ্টা টানা বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ, শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আট জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রাম জেলায় অধিক বৃষ্টির সম্ভাবনা। সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের।
advertisement
মধ্যরাত থেকেই স্থলভাগে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘দানা’। ‘প্রবল’ আকারেই তার ‘ল্যান্ডফল’ হচ্ছে। প্রথমে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করছে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতি রয়েছে ১২০ কিলোমিটার। শুক্রবার সকাল পর্যন্ত এই 'ল্যান্ডফল' প্রক্রিয়া চলে। প্রক্রিয়া সম্পূর্ণ হতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে ৷
advertisement
advertisement
advertisement
advertisement