উত্তর আন্দামান সাগর (Andaman Sea) ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
সোমবার ২১ শে মার্চ সকাল সাড়ে ৫ ঘণ্টায় কেন্দ্রীভূত হয়েছে। আন্দামান দ্বীপপুঞ্জ এর পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১১০ কিমি পূর্ব-দক্ষিণ পূর্বে, নিকোবর দ্বীপপুঞ্জ-এর থেকে ৩২০ কিমি উত্তর ও উত্তর-পূর্বে এবং ইয়াঙ্গুন মায়ানমার থেকে ৬১০ কিমি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আন্দামান দ্বীপপুঞ্জ বরাবর এবং তার বাইরে প্রায় উত্তর দিকে মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
advertisement
ঘূর্ণিঝড়ের নাম হবে অশনি। এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে শ্রীলংকা। ঘূর্ণিঝড়টি উত্তর দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এগোবে। সেখান থেকে উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে ঘূর্ণিঝড় অশনি আছড়ে পড়বে মায়ানমার উপকূলে। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় স্থলভাগ স্পর্শ করতে পারে অশনি। সময়ে গতিবেগ ৭৫ থেকে ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। মায়ানমারে স্থলভাগের ভেতর দিয়েই দক্ষিণ বাংলাদেশ পৌঁছতে পারে এই ঘূর্ণিঝড়। তবে সেই সময়ের প্রভাব কমে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে।
আরও পড়ুন: আসল রাজা কে? মনোনয়ন জমা দিয়েই মুখ খুললেন বাবুল সুপ্রিয়! যাচ্ছেন দিল্লি
তবে, ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আজও মৎস্যজীবীদের যেতে মানা করা হয়েছে। আগামীকাল পর্যন্ত আন্দামান সাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ।
তবে, অশনি ধেয়ে আসলেও কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তাপমাত্রা ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ।
আরও পড়ুন: ইউক্রেন নয়, স্কটল্যান্ডের রাস্তার এক দৃশ্যেই শুরু পরমাণু যুদ্ধের আশঙ্কা! কেন?
আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।