Babul Supriyo: আসল রাজা কে? মনোনয়ন জমা দিয়েই মুখ খুললেন বাবুল সুপ্রিয়! যাচ্ছেন দিল্লি

Last Updated:
Babul Supriyo: সোমবার সকাল সাড়ে দশটায় আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিতে যান বাবুল সুপ্রিয়।
1/5
শেষমেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার মনোনয়ন জমা দিচ্ছেন বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এদিন সকাল সাড়ে দশটায় আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিতে যান বাবুল। সেখানে ঢোকার আগে ও পরে তৃণমূল কর্মীসমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
শেষমেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার মনোনয়ন জমা দিচ্ছেন বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এদিন সকাল সাড়ে দশটায় আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দিতে যান বাবুল। সেখানে ঢোকার আগে ও পরে তৃণমূল কর্মীসমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
advertisement
2/5
বাবুলের কথায়, ''কর্মীরাই তো আসল রাজা। আমি রাজা নই। চারদিকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আমি কাজ করতে ভালোবাসি। আমাকে দিদি এমন দায়িত্ব দিয়েছেন। আমি শ্রদ্ধার সঙ্গে এটা গ্রহণ করলাম। সব সিনিয়র নেতারা দারুণ সক্রিয়৷ সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।''
বাবুলের কথায়, ''কর্মীরাই তো আসল রাজা। আমি রাজা নই। চারদিকে ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আমি কাজ করতে ভালোবাসি। আমাকে দিদি এমন দায়িত্ব দিয়েছেন। আমি শ্রদ্ধার সঙ্গে এটা গ্রহণ করলাম। সব সিনিয়র নেতারা দারুণ সক্রিয়৷ সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব।''
advertisement
3/5
ভোটারদের থেকে কী প্রতিক্রিয়া পাচ্ছেন? আশাবাদী বাবুলের জবাব, ''লোকে তো এখন আমায় ডেকে ডেকে চা খাওয়াচ্ছে। আমি চা, সিঙ্গারা খেয়ে প্রচার সারছি। আমার সঙ্গে সকলের বন্ধুত্ব হয়ে গেছে। শতাংশের বিচারে খেলার হিসাব ছাড়ুন। উপনির্বাচনে ভোট কম পড়ে। সবাইকে অনুরোধ করছি ভোট দিতে আসুন। বিজেপির আইটি সেল খুব স্ট্রং। তাই সোশ্যাল মিডিয়া নিয়ে ভাববেন না।''
ভোটারদের থেকে কী প্রতিক্রিয়া পাচ্ছেন? আশাবাদী বাবুলের জবাব, ''লোকে তো এখন আমায় ডেকে ডেকে চা খাওয়াচ্ছে। আমি চা, সিঙ্গারা খেয়ে প্রচার সারছি। আমার সঙ্গে সকলের বন্ধুত্ব হয়ে গেছে। শতাংশের বিচারে খেলার হিসাব ছাড়ুন। উপনির্বাচনে ভোট কম পড়ে। সবাইকে অনুরোধ করছি ভোট দিতে আসুন। বিজেপির আইটি সেল খুব স্ট্রং। তাই সোশ্যাল মিডিয়া নিয়ে ভাববেন না।''
advertisement
4/5
বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর সংযোজন, ''আসানসোলে শত্রুঘ্ন সিনহার সঙ্গে কথা হয়েছে। আমার যাওয়ার ইচ্ছা ছিল ওখানে। ওঁর আর আমার গল্প এক। দুজনেই আমরা বিজেপির হয়ে একাধিক প্রচার করেছি। একাধিক জায়গায় গিয়েছি। একসঙ্গে আমরা কাজ করব৷ আসানসোল আমার কাছে স্পেশ্যাল। আমি সব কাজ করেছি। আমি আসানসোল যাব প্রচারে। কথা হয়েছে, দিন ঠিক হবে। কাল আমি দিল্লি যাব৷''
বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর সংযোজন, ''আসানসোলে শত্রুঘ্ন সিনহার সঙ্গে কথা হয়েছে। আমার যাওয়ার ইচ্ছা ছিল ওখানে। ওঁর আর আমার গল্প এক। দুজনেই আমরা বিজেপির হয়ে একাধিক প্রচার করেছি। একাধিক জায়গায় গিয়েছি। একসঙ্গে আমরা কাজ করব৷ আসানসোল আমার কাছে স্পেশ্যাল। আমি সব কাজ করেছি। আমি আসানসোল যাব প্রচারে। কথা হয়েছে, দিন ঠিক হবে। কাল আমি দিল্লি যাব৷''
advertisement
5/5
প্রসঙ্গত, রবিবার রাতেই বালিগঞ্জের দ্বিতীয় কর্মী করেন বাবুল সুপ্রিয়। সভাশেষে বাবুলের চ্যালেঞ্জ, ''বিজেপির যারা লোকসভায় জিতেছিলেন, ২০২৪-এ তাদের মধ্যে কতজন ভোটে দাঁড়াতে পারবেন, তা নিয়ে সন্দেহ আছে আমার। কেয়াকে (বালিগঞ্জের বিজেপি প্রার্থী) বলব, আমাকে নিয়ে বেশি চিন্তা করতে না। মেঘেদের দল নিয়ে আগে ভাবনা চিন্তা করুন।''
প্রসঙ্গত, রবিবার রাতেই বালিগঞ্জের দ্বিতীয় কর্মী করেন বাবুল সুপ্রিয়। সভাশেষে বাবুলের চ্যালেঞ্জ, ''বিজেপির যারা লোকসভায় জিতেছিলেন, ২০২৪-এ তাদের মধ্যে কতজন ভোটে দাঁড়াতে পারবেন, তা নিয়ে সন্দেহ আছে আমার। কেয়াকে (বালিগঞ্জের বিজেপি প্রার্থী) বলব, আমাকে নিয়ে বেশি চিন্তা করতে না। মেঘেদের দল নিয়ে আগে ভাবনা চিন্তা করুন।''
advertisement
advertisement
advertisement