আরও পড়ুন- ডিশ টিভি ইন্ডিয়ার নতুন ওটিটি অ্যাপ! এক ক্লিকেই ভরপুর বিনোদন
বিশেষতঃ কালী পুজোর সময় বিভিন্ন জায়গায় দর্শনার্থীদের প্রচুর ভিড় হবে। অন্যদিকে এই কালী পূজার সময়েই আবার এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। তার জন্যই দক্ষিণবঙ্গের জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করেছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়ের প্রভাব দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পড়তে পারে। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলির মতো জেলাগুলিতে প্রভাব বেশি পড়বে। তারই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও এর প্রভাব পড়বে বলেই গতকাল, বুধবারের বৈঠকে জানানো হয়েছে। তার জন্য ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করার পাশাপাশি যাতে সব রকমের পদক্ষেপ নেওয়া হয় তার জন্যই বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন- অভিনব উপায়ে গ্যাসের সমস্যা সারিয়ে তোলেন এই ‘ডাক্তার’! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটদুনিয়া
পাশাপাশি ঘাটগুলিতেও যাতে বিশেষভাবে নজরদারি চালানো হয় সেই বিষয়েও বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার উপকূলে জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বলেই অনুমান আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ ৷ শনিবার নাগাদ তা গভীর নিম্নচাপের চেহারা নিতে পারে। তবে দীপাবলিতে বৃষ্টির যতই সম্ভাবনা তৈরি হোক, ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা। আর এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার নবান্নের তরফে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।