আজ SIR এর শেষ দিন। রাজ্যের ভোটার হতে চেয়ে লোকভবনে বিএলও এবং সুপার ভাইজারদের কাছে আবেদনপত্র জমা দিলেন সি ভি আনন্দ বোস। লোক ভবন সূত্রের খবর, তিনি আট নম্বর ফর্ম ফিল আপ করে ইতিমধ্যেই জমা দিয়েছেন।
advertisement
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের এই ফর্মে এক স্থান থেকে অন্য বুথের ভোটার হওয়ার জন্য আবেদন করা যায়। নিয়ম মতো, বৃহস্পতিবার ১১ ফেব্রুয়ারি এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিনই বিএলও-দের সমস্ত এনুমারেশন ফর্ম দেওয়ার কথা। এর মাঝে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাদের হিয়ারিংয়ে ডাকা হল সেটা জানানো হল। কমিশন সূত্রে জানানো হয়েছে, চেষ্টা করা হবে, যাতে ভোটার তালিকা সঠিক ও সম্পূর্ণ থাকে।
আরও পড়ুন: ১ লাখ ভারতীয় টাকা ‘কুয়েতে’ নিয়ে গেলে কত পাবেন…? চমকে দেবে ‘হিসেব’, শিওর!
প্রসঙ্গত, আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত যোগ্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করা যাবে। অযোগ্য ভোটারদের নাম মুছে দেওয়ার অভিযোগও করা যাবে এই সময়ের মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।
