TRENDING:

Crime News: শেষরক্ষা আর হল না! হাতেনাতে ধরা পড়তেই বড় পর্দাফাঁস, তারপর যা হল...

Last Updated:

Crime News: শেষরক্ষা হল না। কলকাতার একটি বাড়ি থেকে মোটা টাকা চুরি করে চম্পট দিচ্ছিল এক উবার চালক। গন্তব্য ছিল বিহার। কিন্তু পূর্ব বর্ধমান জেলা পুলিশের তৎপরতায় ধরা পড়ে গেল দুষ্কৃতী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শেষরক্ষা হল না। কলকাতার একটি বাড়ি থেকে মোটা টাকা চুরি করে চম্পট দিচ্ছিল এক উবার চালক। গন্তব্য ছিল বিহার। সেজন্য সড়ক পথ ধরেছিল সে। কিন্তু পূর্ব বর্ধমান জেলা পুলিশের তৎপরতায় ধরা পড়ে গেল দুষ্কৃতী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে সোনা ও রূপোর গয়না এবং নগদ চার লক্ষ টাকা। তড়িঘড়ি ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ভয়ঙ্কর ঘটনা! দিনের পর দিন ঝামেলা, স্ত্রীকে ছাদ থেকে ঠেলে দিল স্বামী...
ভয়ঙ্কর ঘটনা! দিনের পর দিন ঝামেলা, স্ত্রীকে ছাদ থেকে ঠেলে দিল স্বামী...
advertisement

ধৃতের নাম দিলীপ মাহাতো। সে বিহারের মুজাফফরপুরের বাসিন্দা। কলকাতায় উবারের গাড়ি চালাত সে। ওই যুবক লেকটাউন থানা এলাকায় শনিবার বড় ধরণের চুরি করে বলে অভিযোগ। ওই বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা নগদ এবং সোনা-রূপোর গয়না, মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। পরিবারের পক্ষ থেকে তার নামে পুলিশে লিখিত অভিযোগ করা হয়। লেকটাউন থানার পুলিশ বিষয়টি জানায় পূর্ব বর্ধমান জেলা পুলিশকে। উনিশ নম্বর জাতীয় সড়কে পালশিট থেকে তাকে আটক করে মেমারি থানার পুলিশ। পরে তাকে লেকটাউন থানার হাতে তুলে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন-ছুরির কোপে ঝাঁঝরা শরীর…! ফের হাসপাতালে ছুটলেন সইফ আলি খান, সব ঠিকাছে তো?

পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় লেকটাউন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছ থেকে মেমারি থানার কাছে একটি তথ্য আসে। তাতে বলা হয়, একজন উবার চালক একটি বাড়ি থেকে ৫ লক্ষ টাকা নগদ, সোনা ও রূপোর গহনা, মোবাইল ফোন এবং অন্যান্য জিনিস চুরি করে তার উবার গাড়ি নিয়ে বর্ধমানের দিকে পালিয়েছে।

advertisement

আরও পড়ুন-শয্যাদৃশ্যে চরম যৌনতা…! কিন্তু কাছে আসলেই ভয়ে বুক কাঁপত! এই নায়কই রেখার যম? নাম জানলে বিশ্বাসই হবে না

লেকটাউন থানায় এই মর্মে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সেই তথ্য পেয়ে মেমারি থানার এএসআই চয়ন সামন্ত এবং তার টিম পালসিটে গাড়িটিকে আটকান। অভিযুক্ত চালক দিলীপ মাহাতোকে আটক করা হয়। তার বাড়ি বিহারের মুজাফফরপুরের কাত্রা থানার রতোয়ারায়। তাকে তল্লাশি করে ৪ লক্ষ টাকা নগদ, প্রায় ১০০ গ্রাম সোনা, রূপার গহনার সম্পূর্ণ সেট এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে লেকটাউন থানার তদন্তকারী অফিসার এস আই তাপস রায় মেমারি থানায় আসেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, উদ্ধার হওয়া সমস্ত জিনিস লেকটাউন পিএস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

-শরদিন্দু ঘোষ

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: শেষরক্ষা আর হল না! হাতেনাতে ধরা পড়তেই বড় পর্দাফাঁস, তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল