TRENDING:

Crime: কলকাতার আবাসনে বিড়াল তাড়াতে কীটনাশক! এখন চোখ-গলা জ্বালায় ভুগছেন বাসিন্দারা

Last Updated:

Crime: গরফা থানায় ইমেল করে অভিযোগ জানিয়েছেন কয়েকটি পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শহরের বাইপাস লাগোয়া অভিশিক্তা এলাকায় অভিজাত আবাসনে অমানবিক ঘটনা। বিড়াল তাড়াতে আবাসন জুড়ে কীটনাশক ব্যবহারের অভিযোগ আবাসিকদের একাংশের। আরও অভিযোগ, ওই কীটনাশক ব্যবহারের ফলে অসুস্থ হয়ে পড়েছেন অনেক আবাসিক। গরফা থানায় ইমেল করে অভিযোগ জানিয়েছেন কয়েকটি পরিবার। ঘটনার অনুসন্ধানে আসে পুলিশ।
কলকাতার আবাসনে বিড়াল তাড়াতে কীটনাশক ছবি-শাটারস্টক
কলকাতার আবাসনে বিড়াল তাড়াতে কীটনাশক ছবি-শাটারস্টক
advertisement

যদিও আবাসনের অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ উড়িয়ে জানানো হয়েছে এমন কোনও কীটনাশক ব্যবহার হয়নি, কেউ অসুস্থ হয়েছেন বলে তাদের কাছে কোনও অভিযোগও আসেনি।

সপ্তাহ খানেক ধরেই আবাসনে অনেকেই চোখ জ্বালা এবং গলা জ্বালা করছে। প্রথমে বিষয়টি লঘু ভাবে নিলেও সন্দেহ হয় আবাসন চত্বর জুড়ে তরল বস্তু ছড়ানো দেখে। বিষয়টি সপ্তাহখানেক চলতে থাকায় খোঁজ নিয়ে দেখা হয় কীটনাশক ছড়ানো হয়েছে। আবাসিক শীলভদ্র দত্তের অভিযোগ, বিড়াল সরাতে এমন কীটনাশক ব্যবহার করা হয়েছে। যা থেকে তিনি যেমন অসুস্থ হয়েছেন, তেমন আরও বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন গত কয়েকদিনে। তাঁর অভিযোগ বিড়াল মারতেই এমন ব্যবস্থা করেছে অ্যাসোসিয়েশন।

advertisement

শীলভদ্রের মতো আরও এক আবাসিকের বক্তব্য মাস কয়েক আগে হঠাৎ তিনটি বিড়াল মারা যায়। এখন আবার বিড়াল সরিয়ে ফেলতে কীটনাশক ব্যবহার করা হয়েছে। যা থেকে আবাসিকদের একাংশের নানান শারীরিক ভাবে সমস্যা দেখা দিয়েছে। শ্বাসকষ্ট, চোখ গলা জ্বালার মতও বিষয় ঘটছে। তাঁদের তরফে ইমেল মারফত গরফা থানাতে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে ওই আবাসনে অনুসন্ধানে আসে পুলিশ।

advertisement

তাঁদের আরও অভিযোগ, আবাসনের অ্যাসোসিয়শেনও কিছু আবাসিক এই বিড়ালগুলো নিয়ে অভিযোগ করেন। বিড়ালগুলোকে যাতে সরিয়ে ফেলা যায়, তারই পরিকল্পনা করে কীটনাশক ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তাঁদের। কিন্তু বিড়াল তো গিয়েছে, তবে এখন ওই আবাসনের বহু বাসিন্দাও অসুস্থ হয়ে গিয়েছেন।

আরও পড়ুন, কলকাতা পুলিশের এসটিএফের হাতে ধৃত তিন আইএস জঙ্গি মামলায় তদন্ত ভার হাতে নিল এনআইএ 

advertisement

আরও পড়ুন, আসামির সঙ্গে পুলিশের দৌড়, আসামি প্রথম আর পুলিশ দ্বিতীয়! আদালতে এ কী কাণ্ড

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও এই অভিযোগ মানতে নারাজ অ্যাসোসিয়েশন। তাদের সভাপতি স্পষ্ট জানিয়েছেন, এমন কোনও ঘটনা ঘটেনি। কোনও কীটনাশক ব্যবহার করা হয়নি। যাঁরা এমন অভিযোগ করছেন, তাঁরা মিথ্যা বলছেন। তবে আবাসনে যে পুলিশ এসেছিল তা স্বীকার করে নেন তিনি। তাঁর আরও দাবি, পুলিশকেও তাঁরা জানিয়েছেন এমন কোনও ঘটনা ঘটেনি। পুলিশ সূত্রে দাবি, তারা অভিযোগ পেয়েছেন, পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime: কলকাতার আবাসনে বিড়াল তাড়াতে কীটনাশক! এখন চোখ-গলা জ্বালায় ভুগছেন বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল