আরও পড়ুনঃ রাখা হয়েছে দেবী দূর্গার মূর্তি, বাণিজ্য সম্মেলনের আগে সেজে উঠছে কলকাতা
গতকাল, সোমবার রাত ৯টার সময় প্রতিবেশীরা কিছু পরে যাওয়ার আওয়াজ পান। বেরিয়ে এসে দেখেন চার তলার ছাঁদ থেকে ঝাঁপ দেয় অমূল্য সমাদ্দার। পাশেই ওঁনার মেয়ের বাড়ি। নিচে রক্তাক্ত অবস্থায় অমূল্য পড়ে ছিলেন। মেয়ে এসে ওপরে গিয়ে দেখে ঘর এর দরজা তালা বন্ধ। তালা ভেঙে ঘরে ঢুকলে দেখে তাঁর মা রক্তাক্ত অবস্থায় পরে আছে। পাশে একটা রক্ত মাখা কাঁচি পরে আছে ও একটি বালিশ চাপা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের দাবি, শারীরিক সমস্যার কারণে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। আর তার জেরেই এই ঘটনা।
advertisement
প্রতিবেশী জানান, “রাত ৯টা নাগাদ হঠাৎ আওয়াজ হয় কিছু পড়ার। এসে দেখি বৃদ্ধ পড়ে আছেন। মেয়ে ছুটে আসেন পাশের ফ্ল্যাট থেকে। এসে দেখতে যায় মা কী অবস্থায় আছে। ঘরের দরজা বন্ধ ছিল। ঘর খুলে গলার নলি কাটা অবস্থায় দেখে বৃদ্ধা মা পড়ে আছেন। পাশেই দেখে রক্তে মাখা কাঁচি ও বালিশ।” গোটা বিষয়ে তদন্ত শুরু করছে আনন্দপুর থানার পুলিশ। শারীরিক অসুস্থতা কি গ্রাস করেছিল বৃদ্ধ দম্পতিকে? যার জেরে নিজেদের শেষ করার পথ বেছে নেন বৃদ্ধ দম্পতি? কেন এমন পথ বাঁচলেন? তদন্তে নেমেছেন আনন্দপুর থানার আধিকারিকরা।
ARPITA HAZRA
