দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস জয় পায় ৪টিতে। সিপিআইএম তিনটি আসন দখল করে। বিজেপি ৬টি ও নির্দল প্রার্থীরা দুটি আসনে জয়ী হন৷
আরও পড়ুন: দিঘা কি গোয়া হল, খোঁচা দিন্দার! ম্যাকগ্রার উপমা টেনে জবাব দিলেন বাবুল
ভোটের ফলপ্রকাশের পর থেকেই বিরোধী প্রার্থীদের নিজেদের দখলে টেনে তৃণমূল কংগ্রেস ওই পঞ্চায়েতের বোর্ড গঠনের চেষ্টা করছিল বলে অভিযোগ৷ কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি, শাসক দলের চাপের মুখেও নতি স্বীকার না করে মঙ্গলবার রাতে পঞ্চশায়র থানা এলাকার একটি গেস্ট হাউসে আশ্রয় নেন কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী শিবিরের জয়ী প্রার্থীরা।
advertisement
অভিযোগ, গতকাল রাতে সেই গেস্ট হাউসে সশস্ত্র অবস্থায় হানা দেয় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী৷ ভয় দেখিয়ে বিজেপির তিন জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল জয়ী প্রার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়৷ এই খবর পেয়েই ঘটনাস্থলে আসেন কান্তি গঙ্গোপাধ্যায় সহ সিপিএম নেতারা৷ রাতেই পঞ্চশায়র থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা৷ কান্তি গঙ্গোপাধ্যায়ের দাবি, অপহৃত প্রার্থীদের নিয়ে গিয়ে মথুরাপুর এক নম্বর ব্লকে কর্মতীর্থের গেস্ট হাউসে রাখা হয়েছে৷
সূত্রের খবর, আজই এই জয়ী প্রার্থীরা নিজেদের নিরাপত্তার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ তার আগেই বৃহস্পতিবার রাতে তাঁদের অপহরণ করা হল৷ যদিও এই ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।