Babul Supriyo: দিঘা কি গোয়া হল, খোঁচা দিন্দার! ম্যাকগ্রার উপমা টেনে জবাব দিলেন বাবুল

Last Updated:

রাজ্যে পর্যটন আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে বলে দাবি পর্যটন মন্ত্রীর। তিনি জানান, কোভিড পরবর্তী সময়ে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ম্যাকগ্রার উপমা টেনে দিন্দাকে জবাব বাবুলের৷
ম্যাকগ্রার উপমা টেনে দিন্দাকে জবাব বাবুলের৷
কলকাতা: বৃহস্পতিবার প্রশ্নত্তর পর্বে দুই দলের দুই তারকার চাপানউতোরের সাক্ষী থাকল বিধানসভা৷ এ দিন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে প্রশ্নত্তর পর্বে বিজেপির বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা অতিরিক্ত প্রশ্ন করে বলেন, “কলকাতাকে লন্ডন ও দিঘাকে গোয়া বানানোর যে পরিকল্পনা ছিল, তার কী হল। এই প্রকল্পে কত টাকা খরচ হয়েছে?”
প্রশ্ন শোনার পর পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, “কলকাতায় আগের আমলে যেখানে বরাহ নন্দন ঘুরে বেড়াতো সেখানে এখন ট্যুরিস্ট স্পট হয়েছে। দিঘায় জগন্নাথ মন্দিরের রেপ্লিকা তৈরি হচ্ছে। দিঘা দিঘাই থাকবে। কেন গোয়া হবে? গোয়ায় ক্যাসিনো আছে। আমরা চাই না সেখানে জুয়া হোক। যেমন আমরা চাই অশোক দিন্দা ম্যাকগ্রা মতো বল করুক। কিন্তু তিনি ম্যাকগ্রা হয়ে যান, চাই না। আমরা চাই অশোক দিন্দা অশোক দিন্দাই থাকুন।”
advertisement
রাজ্যে পর্যটন আগের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে বলে দাবি পর্যটন মন্ত্রীর। তিনি জানান, কোভিড পরবর্তী সময়ে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে রাজ্যের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য বেশকিছু পদক্ষেপ করা হচ্ছে। বিশেষ করে জোর দেওয়া হচ্ছে হোম স্টে তৈরির উপরে।
advertisement
advertisement
এখনও পর্যন্ত ২২৪৭টি হোম স্টে সরকারি ভাবে নথিভুক্ত রয়েছে বলে জানান পর্যটন মন্ত্রী। দার্জিলিংয়ের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রামেও হোম স্টে তৈরি করা হয়েছে। পর্যটকদের সুবিধার জন্য গাইড প্রয়োজন, তার জন্য বহু যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান বাবুল। বেশ কিছু পথসাথী থাকলেও পিপিপি মডেলে আরও পথসাথী করার পরিকল্পনা সরকারের আছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
advertisement
একই সঙ্গে এ দিন বাঁকুড়ায় শুশুনিয়া, ঝিলিমিলি, মুকুটমণিপুরের মতো জনপ্রিয় পর্যটন স্থলগুলিতে পর্যটকদের পার্কিং ফি সহ বিভিন্ন রকমের বিষয় নিয়ে পুলিশ ও সিভিক ভলেন্টিয়রদের অতি সক্রিয়তা কার্যত পর্যটকদের হেনস্থার কারণ হচ্ছে বলে অভিযোগ করেন বাঁকুড়ার এক বিজেপি বিধায়ক। নির্দিষ্ট তথ্য দিয়ে জানালে পদক্ষেপ করা হবে বলে আশ্বস্ত করেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়৷
advertisement
পুজো আসছে। তখন অনেকেই বেড়াতে যাবেন। তাই এখন থেকে পর্যটন দফতর আরও ভাল করে কাজ করবে বলে আশা প্রকাশ করেন স্পিকার বিমান বন্দোপাধ্যয়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: দিঘা কি গোয়া হল, খোঁচা দিন্দার! ম্যাকগ্রার উপমা টেনে জবাব দিলেন বাবুল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement