TRENDING:

Cpim Congress Alliance: সেলিমকে চিঠি অধীরের, বাংলায় ফের জোট-জল্পনা! মুখ খুললেন শুভেন্দুও

Last Updated:

Cpim Congress Alliance: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,' আমরা এ নিয়ে একেবারেই ভাবিত নই। অন্য রাজনৈতিক দল  সম্পর্কে কিছু বলব না।  তবে এটুকু বলব যে, আগেও এই দুটো পার্টি জোট বেঁধে লড়েছে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: সিপিআইএম নেতা মহম্মদ সেলিমকে অধীর চৌধুরীর চিঠি প্রসঙ্গে দুই শিবিরের উদ্দেশ্যেই কটাক্ষের সুর শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। ত্রিপুরায় জোট তৎপরতা। তারপরই এ রাজ্যে ভারত জোড়ো পদযাত্রায় সিপিআইএম নেতৃত্বকে আহ্বান প্রদেশ কংগ্রেসের। মহম্মদ সেলিমকে চিঠি অধীর চৌধুরীর। এতেই পঞ্চায়েতের আগে বঙ্গে নতুন করে জোট জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি ফের হাতে কাস্তে?
ফের হবে বাম-কংগ্রেস জোট!
ফের হবে বাম-কংগ্রেস জোট!
advertisement

যদিও বাম- কংগ্রেস জোট তথা  সেলিমকে লেখা অধীরের চিঠি প্রসঙ্গে দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার শ্যামনগরের অঞ্চল সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,' আমরা এ নিয়ে একেবারেই ভাবিত নই। অন্য রাজনৈতিক দল  সম্পর্কে কিছু বলব না।  তবে এটুকু বলব যে, আগেও এই দুটো পার্টি জোট বেঁধে লড়েছে। একুশে নির্বাচনে দুই দলকেই ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বাংলার মানুষ। গণতন্ত্রে মানুষই শেষ কথা। মানুষ এদের জোটকে বিগত দিনেও প্রত্যাখান করেছে, আগামী দিনেও করবে'।

advertisement

আরও পড়ুন: বন্দে ভারত ট্রেন নিয়ে বড় ঘোষণা, বাজেটে থাকতে পারে বিরাট চমক

সেলিমকে লেখা অধীরের চিঠির পরপরই পঞ্চায়েত ভোটে জোট-জল্পনা শুরু হয়েছে। সামনেই প‍ঞ্চায়েত ভোট। বেশ কিছু দিন ধরেই নিচু তলায় রাম-বাম জোটের জল্পনা। এরই মধ্যে নয়া সমীকরণের ইঙ্গিত। পঞ্চায়েত ভোটের হাওয়ায় ফের কি কাছাকাছি আসতে চলেছে বাম-কংগ্রেস? এর সূত্রপাত অবশ্য উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায়। আগরতলায় সিপিআইএমের দলীয় কার্যালয় মেলাঘরে যান কংগ্রেস নেতা অজয় কুমার। সূত্রের খবর, সেখানে জোটের পক্ষেই আলোচনা এগিয়েছে৷ জল্পনায় কার্যত সিলমোহর দিয়ে দেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য।

advertisement

আরও পড়ুন: জোশীমঠের পরিস্থিতির তথ্য সোশ্যাল মিডিয়ায় কেন? ইসরোর ছবির পর প্রশ্ন এনডিএমএ-র

সেরা ভিডিও

আরও দেখুন
একাদশ শ্রেণির ছাত্রী কাঁপিয়ে দিচ্ছে বড় বড় মঞ্চ! মোনালির কণ্ঠে মুগ্ধ গোটা এলাকা
আরও দেখুন

সীতারাম ইয়েচুরি বলেন,'আমাদের প্রথম লক্ষ্য বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করা। তাই ত্রিপুরায় বিজেপিকে হারাতে যা যা দরকার তা আমরা করব'। এতেই ত্রিপুরার জোটের হাওয়া বঙ্গে। জল্পনা আরও জোরদার হয় সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে লেখা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর চিঠিতে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।  একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জোট করে লড়েছিল বাম- কংগ্রেস। যদিও সেই জোট মুখ থুবড়ে পড়ে৷ ভোটের ফলে দুই রাজনৈতিক দলই শূন্য। এবার সামনে পঞ্চায়েত ভোট। তার আগে ফের বাম-কংগ্রেস জোট জল্পনা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cpim Congress Alliance: সেলিমকে চিঠি অধীরের, বাংলায় ফের জোট-জল্পনা! মুখ খুললেন শুভেন্দুও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল