যদিও বাম- কংগ্রেস জোট তথা সেলিমকে লেখা অধীরের চিঠি প্রসঙ্গে দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার শ্যামনগরের অঞ্চল সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,' আমরা এ নিয়ে একেবারেই ভাবিত নই। অন্য রাজনৈতিক দল সম্পর্কে কিছু বলব না। তবে এটুকু বলব যে, আগেও এই দুটো পার্টি জোট বেঁধে লড়েছে। একুশে নির্বাচনে দুই দলকেই ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বাংলার মানুষ। গণতন্ত্রে মানুষই শেষ কথা। মানুষ এদের জোটকে বিগত দিনেও প্রত্যাখান করেছে, আগামী দিনেও করবে'।
advertisement
আরও পড়ুন: বন্দে ভারত ট্রেন নিয়ে বড় ঘোষণা, বাজেটে থাকতে পারে বিরাট চমক
সেলিমকে লেখা অধীরের চিঠির পরপরই পঞ্চায়েত ভোটে জোট-জল্পনা শুরু হয়েছে। সামনেই পঞ্চায়েত ভোট। বেশ কিছু দিন ধরেই নিচু তলায় রাম-বাম জোটের জল্পনা। এরই মধ্যে নয়া সমীকরণের ইঙ্গিত। পঞ্চায়েত ভোটের হাওয়ায় ফের কি কাছাকাছি আসতে চলেছে বাম-কংগ্রেস? এর সূত্রপাত অবশ্য উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায়। আগরতলায় সিপিআইএমের দলীয় কার্যালয় মেলাঘরে যান কংগ্রেস নেতা অজয় কুমার। সূত্রের খবর, সেখানে জোটের পক্ষেই আলোচনা এগিয়েছে৷ জল্পনায় কার্যত সিলমোহর দিয়ে দেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বক্তব্য।
আরও পড়ুন: জোশীমঠের পরিস্থিতির তথ্য সোশ্যাল মিডিয়ায় কেন? ইসরোর ছবির পর প্রশ্ন এনডিএমএ-র
সীতারাম ইয়েচুরি বলেন,'আমাদের প্রথম লক্ষ্য বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করা। তাই ত্রিপুরায় বিজেপিকে হারাতে যা যা দরকার তা আমরা করব'। এতেই ত্রিপুরার জোটের হাওয়া বঙ্গে। জল্পনা আরও জোরদার হয় সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে লেখা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর চিঠিতে। কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে থাকার জন্য আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জোট করে লড়েছিল বাম- কংগ্রেস। যদিও সেই জোট মুখ থুবড়ে পড়ে৷ ভোটের ফলে দুই রাজনৈতিক দলই শূন্য। এবার সামনে পঞ্চায়েত ভোট। তার আগে ফের বাম-কংগ্রেস জোট জল্পনা।