TRENDING:

CPIM BJP Protest: সিপিএম-বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল হাতাহাতি...ধর্ষণ কাণ্ড ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বেহালা পর্ণশ্রী

Last Updated:

কিন্তু, এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়ের পুত্র দেবজ্যোতি মুখোপাধ্যায়ের৷ শুক্রবার দেবজ্যোতি মুখোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে বেহালা পর্ণশ্রী এলাকায় রাস্তা অবরোধ করেন সিপিআইএম সদস্যেরা৷ এর কিছুক্ষণ পরেই একই দাবিতে পর্ণশ্রী থানার সামনে রাস্তায় বসে পড়লো অগ্রিমিত্রা পল সহ বিজেপি কর্মী সমর্থকেরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেহালা: হঠাৎ করেই রণক্ষেত্রের চেহারা নিল বেহালার পর্ণশ্রী এলাকা৷ একই বিষয়ে বিক্ষোভ দেখাতে এসে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সিপিএম এবং বিজেপি সমর্থকেরা৷ শুধু তাই নয়, পর্ণশ্রী থানার সামনে রাস্তায় বসে পড়লেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি সমর্থকেরা৷
advertisement

গত ৫ মার্চ পর্ণশ্রী থানা এলাকার একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গ্রেফতার করা হয় চার ব্যক্তিকে৷ অভিযুক্তদের নাম দেবজ্যোতি দত্ত (২০), সঞ্জয় হালদার, রথীন্দ্র নায়েক (২৪),তমোজিৎ সর্দার (১৯)৷ শুক্রবার অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করা হলে আদালত অভিযুক্তদের ১৮ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে৷

আরও পড়ুন: চড় চড় করবে চড়বে তাপমাত্রার পারদ…আমূল বদলে যাবে আবহাওয়া! জানেন কবে থেকে?…রইল আগামী কয়েকদিনের সম্পূর্ণ ওয়েদার আপডেট

advertisement

আরও পড়ুন: মহিলাদের শঙ্খধ্বনি-পুষ্পবৃষ্টিতে বরণ! বিজেপি-তে পা দিয়েই এক্স-জাস্টিসের হুঙ্কার, ‘২৬-এ তৃণমূলকে উৎখাত করতে বিদায়ঘণ্টা বাজাতে হবে ২৪-এই’

কিন্তু, এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়ের পুত্র দেবজ্যোতি মুখোপাধ্যায়ের৷ শুক্রবার দেবজ্যোতি মুখোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে বেহালা পর্ণশ্রী এলাকায় রাস্তা অবরোধ করেন সিপিআইএম সদস্যেরা৷ এর কিছুক্ষণ পরেই একই দাবিতে পর্ণশ্রী থানার সামনে রাস্তায় বসে পড়লো অগ্নিমিত্রা পল সহ বিজেপি কর্মী সমর্থকেরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শ্যামাপুজোয় এবার ঘুরে আসুন গুজরাত, বার্নপুরের থিমে ফুটে উঠেছে খোদালধাম
আরও দেখুন

কিন্তু, একই দাবি নিয়ে পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখাতে এলেও কথা কাটাকাটি শুরু হয় সিপিএম ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্য৷ ক্রমে তা গড়িয়ে যায় হাতাহাতিতে৷ কিছুক্ষণের জন্য কার্যত রণক্ষেত্রের চেহারা নেই গোটা চত্বর৷ অবশেষে পুলিশি তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM BJP Protest: সিপিএম-বিজেপি সমর্থকদের মধ্যে তুমুল হাতাহাতি...ধর্ষণ কাণ্ড ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বেহালা পর্ণশ্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল