গত ৫ মার্চ পর্ণশ্রী থানা এলাকার একটি ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গ্রেফতার করা হয় চার ব্যক্তিকে৷ অভিযুক্তদের নাম দেবজ্যোতি দত্ত (২০), সঞ্জয় হালদার, রথীন্দ্র নায়েক (২৪),তমোজিৎ সর্দার (১৯)৷ শুক্রবার অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করা হলে আদালত অভিযুক্তদের ১৮ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে৷
advertisement
কিন্তু, এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায়ের পুত্র দেবজ্যোতি মুখোপাধ্যায়ের৷ শুক্রবার দেবজ্যোতি মুখোপাধ্যায়ের গ্রেফতারির দাবিতে বেহালা পর্ণশ্রী এলাকায় রাস্তা অবরোধ করেন সিপিআইএম সদস্যেরা৷ এর কিছুক্ষণ পরেই একই দাবিতে পর্ণশ্রী থানার সামনে রাস্তায় বসে পড়লো অগ্নিমিত্রা পল সহ বিজেপি কর্মী সমর্থকেরা৷
কিন্তু, একই দাবি নিয়ে পর্ণশ্রী থানার সামনে বিক্ষোভ দেখাতে এলেও কথা কাটাকাটি শুরু হয় সিপিএম ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্য৷ ক্রমে তা গড়িয়ে যায় হাতাহাতিতে৷ কিছুক্ষণের জন্য কার্যত রণক্ষেত্রের চেহারা নেই গোটা চত্বর৷ অবশেষে পুলিশি তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি৷