TRENDING:

Cow Smuggling Case || Anubrata Mandal: অনুব্রতর মামলার কোটি কোটি টাকার যোগান দেয় কে? অজয় নদের তীরেই 'রহস্যের' খোঁজ পেল ইডি!

Last Updated:

Cow Smuggling Case || Anubrata Mandal: প্রশ্ন উঠেছে অনুব্রত মণ্ডলের এইসব মামলার হেভিওয়েট আইনজীবীদের ব্যাপক পরিমান অর্থের যোগান দিচ্ছে কে? সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে এই প্রশ্নের উত্তরই হন্যে হয়ে খুঁজছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : গরু পাচার মামলায় জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গ্রেফতার হওয়ার পরপরই দুর্নীতির নানা অভিযোগ উঠে আসে এককালীন দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। মেয়ে সুকন্যা থেকে শুরু করে চার্টাড অ্যাকাউন্টেন্ট মনীশ কোঠারি-সহ অনুব্রতর বহু ঘনিষ্ঠদের ব্যবসা এবং ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। একের পর এক মামলা চলছে গরু পাচার থেকে, আর্থিক তছরুপ ইস্যুতে।
অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল
advertisement

প্রশ্ন উঠেছে অনুব্রত মণ্ডলের এইসব মামলার হেভিওয়েট আইনজীবীদের ব্যাপক পরিমান অর্থের যোগান দিচ্ছে কে? সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে এই প্রশ্নের উত্তরই হন্যে হয়ে খুঁজছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অবশেষে মিলেছে হদিশ। ইডি সূত্রে খবর, অজয় নদের তীরবর্তী একটি থানার এক অফিসারের খোঁজ পেয়েছেন তারা। একপ্রকার স্পষ্টই হয়ে গিয়েছে যে, নিম্ন ও উচ্চ আদালতে কেষ্ট মামলায় আইনজীবীদের পারিশ্রমিকের সেই কোটি কোটি টাকা আসছে মূলত ওই অফিসারের কাছ থেকেই। বহুদিন থেকেই এই খরচ চালিয়ে আসছেন তিনি এমনটাই সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন: মহাভারতের পাণ্ডবদের সঙ্গে জড়িত...! ৫০০০ বছরের প্রাচীন ইতিহাসের গল্প বলে বারাবাঙ্কির শমী গাছ

প্রসঙ্গত, ধারণা করা হচ্ছে মামলায় কেষ্টর হয়ে আইনজীবীদের সওয়াল করাতে এখনও পর্যন্ত ১৫ থেকে ২০ কোটি টাকা খরচ হয়েছে। তবে কেন এই বিপুল পরিমান অর্থের যোগান দিচ্ছেন ওই অফিসার? তদন্তকারীদের দাবি, গরু পাচারে যে বিশাল অঙ্কের টাকা প্রাপ্ত হয়েছে সেই কালো টাকার বেশ কিছুটা ওই পুলিশ ইনস্পেক্টরের কাছে রয়ে গিয়েছে। সেই টাকা থেকেই এত মাস ধরে কেষ্টর মামলার খরচ মিটিয়ে যাচ্ছেন তিনি। অভিযোগ, ২০১৫ সাল থেকে অজয় নদের পাশের তিনটি থানা এলাকায় গরু পাচারের গোটা বিষয় নিয়ন্ত্রণ করতেন এই অফিসারই।

advertisement

সূত্রের খবর অনুব্রত-সঙ্গী এনামুল এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনকে লাগাতার জেরা করে ওই পুলিশ অফিসারের খোঁজ মিলেছে। কী ভাবে টাকা পাঠাতেন তিনি? সূত্রের খবর, প্রথম দিকে আসানসোল আদালতের এক আইনজীবীর মাধ্যমে আসানসোল ও কলকাতা হাই কোর্টে আইনজীবীদের পারিশ্রমিক পাঠানো হত। শুধু তাই নয়, দিল্লির সিবিআই বিশেষ আদালত ও দিল্লি হাই কোর্টে কেষ্ট মামলার কৌঁসুলিদের যাবতীয় খরচ তৃণমূল ঘনিষ্ঠ এক আইনজীবীর হাত দিয়েই একটি ব্যাঙ্ক মারফত দিল্লিতে পাঠানো শুরু হয়।

advertisement

আরও পড়ুন: ১২ রাজ্যে কাঁপিয়ে ভারী বৃষ্টি আগামী ২৪ ঘণ্টায়! ৪ দিন ধরে এলোপাথাড়ি হাওয়া, বজ্রপাতের আশঙ্কা! IMD-র বড় সতর্কতা বাংলাজুড়ে...

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইডি সূত্রে দাবি, ইতিমধ্যেই সেই অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে তারা। কেষ্টর নির্দেশ মতোই ২০১৫ থেকে ২০২০-র মধ্যে গরু পাচারের কোটি কোটি কালো টাকা কলকাতায় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে ওই পুলিশ অফিসারই পৌঁছে দিতেন বলে অভিযোগ। তবে কী এবার সেই ইনস্পেক্টরকে তলব করবে ইডি। গরু পাচার মামলায় এই অফিসারের বয়ান অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে বলেই মনে করছেন তদন্তকারীরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Cow Smuggling Case || Anubrata Mandal: অনুব্রতর মামলার কোটি কোটি টাকার যোগান দেয় কে? অজয় নদের তীরেই 'রহস্যের' খোঁজ পেল ইডি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল