এ দিন ভোররাতে গ্রেফতারির পর আজ ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়৷ আদালত কক্ষে প্রবেশ করেই বিচারক বনমন্ত্রীর কাছে জানতে চান, তাঁর উপরে কোনও অত্যাচার করা হয়েছে কি না? কারণ হিসেবে বিচারক উল্লেখ করেন, সংবাদপত্র পড়েই তিনি জানতে পেরেছেন, রাজ্যের অত্যন্ত ক্ষমতাশালী একজন ব্যক্তিত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ এনেছেন৷
advertisement
আরও পড়ুন: কত কোটির মালিক সস্ত্রীক জ্যোতিপ্রিয় মল্লিক? কোথায় কোথায় কী সম্পত্তি রয়েছে? রইল হিসেব-নিকেশ
বিচারকের এই প্রশ্ন শুনে অবশ্য জ্যোতিপ্রিয় মল্লিক জানান, তাঁর সঙ্গে ইডি আধিকারিকরা কোনও দুর্ব্যবহার অথবা অত্যাচার করেননি৷ তবে বিচারকের কাছে কয়েকটি কথা বলার অনুমতি চান প্রাক্তন খাদ্যমন্ত্রী৷ বিচারক অনুমতি দেওয়ায় জ্যোতিপ্রিয় আর্জি জানিয়ে বলেন, তাঁর ব্লাড সুগার রয়েছে৷ রোজ দশ হাজার স্টেপ হাঁটতে হয়৷ গতকাল তিনি ইনসুলিনও নিতে পারেননি৷ সেই কারণে তাঁর বা পা ফুলেও গিয়েছে বলে দাবি করেন জ্যোতিপ্রিয় মল্লিক৷
পাশাপাশি বনমন্ত্রী আরও দাবি করেন, তিনি নির্দোষ৷ তাঁর পরিবারের কেউও দুর্নীতির সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেন বনমন্ত্রী৷ পাল্টা তিনি যুক্তি দিয়ে বলেন, তাঁর পরিবারের কেউ বিদেশে ়যাননি৷ একমাত্র তাঁর স্ত্রী এবং বৌদির আমেরিকা যাওয়ার কথা ছিল৷ কিন্তু শেষ পর্যন্ত সেই সফর বাতিল হয়ে যায়৷ বনমন্ত্রী প্রশ্ন করেন, বিদেশ যাওয়া অথবা টিিকট কেটে বাতিল করা কি দুর্নীতি?
সূত্রের খবর, বনমন্ত্রীকে ১৪ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেন ইডি-র আইনজীবী ফিরোজ এডুলজি৷ তিনি অভিযোগ করেন, একা জ্যোতিপ্রিয় নন, তাঁর স্ত্রী এবং মেয়েও এই দুর্নীতির সঙ্গে যুক্ত৷ পাল্টা তাঁঁর জািমনের আর্জি জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী৷