TRENDING:

বাংলায় বন্ধ হচ্ছে দেশি মদের উৎপাদন! আবগারি দফতরের আইন সংশোধনে বাড়ছে জল্পনা

Last Updated:

Country Spirit: "কান্ট্রি স্পিরিট" এর সংজ্ঞা বদলে "ইন্ডিয়া মেড লিকার"! ১৫ সেপ্টেম্বরের পর থেকে নতুন নির্দেশিকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে বন্ধ হচ্ছে দেশি মদের উৎপাদন? রাজ্যের আবগারি দফতরের আইন সংশোধনে বাড়ছে জল্পনা। সম্প্রতি রাজ্যের আবগারি দপ্তর আইন সংশোধন করেছে। আইন সংশোধন করে দেশি মদের তুলনায় রাজ্যে প্রস্তুতকারক বিদেশি মদ উৎপাদনের প্রতি বেশি আগ্রহ প্রকাশ করা হয়েছে।
advertisement

শুধু তাই নয়, এর জন্য বিশেষ লাইসেন্স দেবে রাজ্য আবগারি দফতর। তবে তা একেবারে বন্ধ করার পক্ষে নারাজ রাজ্যের আবগারি দফতর। ধাপে ধাপে তা বন্ধ করা হবে, এমনটাই খবর আবগারি দফতর সূত্রে। তার জন্য দেশি মদের দাম বাড়ানো হচ্ছে বলেই আবগারি দফতর সূত্রে খবর।

আরও পড়ুন- Mamata Banerjee || কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে, নেতাজি ইন্ডোর থেকে বড় বার্তা মমতার

advertisement

নবান্ন সূত্রে খবর, আবগারি দফতর বিধি সংশোধন করেছে। ফলে ফরেন লিকার প্রস্তুতকারক সংস্থা তাদের লাইসেন্স বদল করতে পারবে। এই জন্য বিধিতে ‘কান্ট্রি স্পিরিট’ এর সংজ্ঞা বদলে ‘ইন্ডিয়া মেড লিকার’ আখ্যা দেওয়া হয়েছে।

এই লাইসেন্সের আড়ালে মদ প্রস্তুতকারক সংস্থাগুলি রঙিন ও নানা স্বাদের হুইস্কি, ব্র্যান্ডি, রাম,ভদকা, জিন সহ সমগোত্রীয় মদ উৎপাদন করতে পারবে। যার অ্যালকোহলের মাত্রা বা মাদকতা দেশী মদের মাদকতার চেয়ে কম।

advertisement

আবগারী দফতরের এক মুখপাত্র জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশী মদের প্রচলন কমানোর পক্ষে মত দিয়েছে। তারা চায়, মানুষের মধ্যে এই ধরনের পানীয়ের ব্যবহার শারিরীক কারণেই কমানো দরকার। কিন্তু তা একদিনে বন্ধ করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে হুইস্কি, ব্র্যান্ডি, রাম, ভদকা, জিন সহ সমগোত্রীয় মদ ব্যবহারে অভ্যস্ত করে তোলাই উদ্দেশ্য।

advertisement

এর ফলে বেআইনি চোলাই মদের ব্যবসা রমরমিয়ে ওঠার আশঙ্কা রয়েছে। কারণ দাম কম। এর মোকাবিলা করার জন্য প্রত্যন্ত এলাকায় মদের দোকান খোলার জন্য সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন- কুকুরের কৃমি থেকে ডিম্বাশয়ে সিস্ট! বিরল রোগ তরুণীর, বাড়িতে পোষ্য থাকলে সাবধান

প্রসঙ্গত, মঙ্গলবারই আবগারি কমিশনার বেআইনি চোলাই মদ বিক্রির বন্ধে পুলিশ ও আবগারি দফতরকে যৌথ অভিযানে নামার জন্য জেলা প্রশাসনের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন। কারণ বেআইনি মদ বিক্রির সঙ্গে রাজ্য সরকারের রাজস্ব লোকসানের পাশাপাশি জীবনের ঝুঁকি থেকে যায়।

advertisement

সম্প্রতি বেআইনি বিষাক্ত চোলাই মদ থেকে কয়েকটি জেলায় মৃত্যুর ঘটনা ঘটছে। পুজোর আগেই দেশি মদের দাম বাড়ার ফলে এই ঘটনা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।

সরকারি নির্দেশিকায় ফরেন লিকার উৎপাদনে লাইসেন্স থাকা উৎপাদক সংস্থাগুলিকে নয়া ‘ইন্ডিয়া মেড লিকার’ লাইসেন্স নেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। এক লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফিজ জমা দিয়ে এই লাইসেন্স নিতে পারবে। কারণ রাজ্য সরকার চায় দেশী হুইস্কি, ব্র্যান্ডি,রাম, ভদকা, জিন সহ সম গোত্রীয় মদ দেশে প্রস্তুত নানা স্বাদের বিদেশী মদের উৎপাদন বাড়ানো।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায় 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলায় বন্ধ হচ্ছে দেশি মদের উৎপাদন! আবগারি দফতরের আইন সংশোধনে বাড়ছে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল