শুধু তাই নয়, এর জন্য বিশেষ লাইসেন্স দেবে রাজ্য আবগারি দফতর। তবে তা একেবারে বন্ধ করার পক্ষে নারাজ রাজ্যের আবগারি দফতর। ধাপে ধাপে তা বন্ধ করা হবে, এমনটাই খবর আবগারি দফতর সূত্রে। তার জন্য দেশি মদের দাম বাড়ানো হচ্ছে বলেই আবগারি দফতর সূত্রে খবর।
আরও পড়ুন- Mamata Banerjee || কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে, নেতাজি ইন্ডোর থেকে বড় বার্তা মমতার
advertisement
নবান্ন সূত্রে খবর, আবগারি দফতর বিধি সংশোধন করেছে। ফলে ফরেন লিকার প্রস্তুতকারক সংস্থা তাদের লাইসেন্স বদল করতে পারবে। এই জন্য বিধিতে ‘কান্ট্রি স্পিরিট’ এর সংজ্ঞা বদলে ‘ইন্ডিয়া মেড লিকার’ আখ্যা দেওয়া হয়েছে।
এই লাইসেন্সের আড়ালে মদ প্রস্তুতকারক সংস্থাগুলি রঙিন ও নানা স্বাদের হুইস্কি, ব্র্যান্ডি, রাম,ভদকা, জিন সহ সমগোত্রীয় মদ উৎপাদন করতে পারবে। যার অ্যালকোহলের মাত্রা বা মাদকতা দেশী মদের মাদকতার চেয়ে কম।
আবগারী দফতরের এক মুখপাত্র জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশী মদের প্রচলন কমানোর পক্ষে মত দিয়েছে। তারা চায়, মানুষের মধ্যে এই ধরনের পানীয়ের ব্যবহার শারিরীক কারণেই কমানো দরকার। কিন্তু তা একদিনে বন্ধ করা সম্ভব নয়। তাই ধাপে ধাপে শুল্ক বাড়িয়ে হুইস্কি, ব্র্যান্ডি, রাম, ভদকা, জিন সহ সমগোত্রীয় মদ ব্যবহারে অভ্যস্ত করে তোলাই উদ্দেশ্য।
এর ফলে বেআইনি চোলাই মদের ব্যবসা রমরমিয়ে ওঠার আশঙ্কা রয়েছে। কারণ দাম কম। এর মোকাবিলা করার জন্য প্রত্যন্ত এলাকায় মদের দোকান খোলার জন্য সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন- কুকুরের কৃমি থেকে ডিম্বাশয়ে সিস্ট! বিরল রোগ তরুণীর, বাড়িতে পোষ্য থাকলে সাবধান
প্রসঙ্গত, মঙ্গলবারই আবগারি কমিশনার বেআইনি চোলাই মদ বিক্রির বন্ধে পুলিশ ও আবগারি দফতরকে যৌথ অভিযানে নামার জন্য জেলা প্রশাসনের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেন। কারণ বেআইনি মদ বিক্রির সঙ্গে রাজ্য সরকারের রাজস্ব লোকসানের পাশাপাশি জীবনের ঝুঁকি থেকে যায়।
সম্প্রতি বেআইনি বিষাক্ত চোলাই মদ থেকে কয়েকটি জেলায় মৃত্যুর ঘটনা ঘটছে। পুজোর আগেই দেশি মদের দাম বাড়ার ফলে এই ঘটনা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।
সরকারি নির্দেশিকায় ফরেন লিকার উৎপাদনে লাইসেন্স থাকা উৎপাদক সংস্থাগুলিকে নয়া ‘ইন্ডিয়া মেড লিকার’ লাইসেন্স নেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে। এক লক্ষ টাকা রেজিস্ট্রেশন ফিজ জমা দিয়ে এই লাইসেন্স নিতে পারবে। কারণ রাজ্য সরকার চায় দেশী হুইস্কি, ব্র্যান্ডি,রাম, ভদকা, জিন সহ সম গোত্রীয় মদ দেশে প্রস্তুত নানা স্বাদের বিদেশী মদের উৎপাদন বাড়ানো।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়