Mamata Banerjee || কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে, নেতাজি ইন্ডোর থেকে বড় বার্তা মমতার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
"বীরভূম হারতে শেখেনি৷ ওটা লাল মাটির রাস্তা৷ প্রতিবার ভোটের আগে কেষ্টকে নজরবন্দি করা হয়৷ কী ভাবছেন কেষ্টকে জেলে পুরে লোকসভায় আসন দখল করবেন? "
#কলকাতা: উৎসবের মরসুম কেটে গেলেই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তখন আর সেভাবে কর্মীদের একত্র করার সুযোগ না-ও মিলতে পারে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্বের একাংশ। তাই পঞ্চায়েত ভোট প্রসঙ্গে প্রস্তুতি নিয়ে নেতাজি ইনডোরে বুথস্তরীয় সমাবেশ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার৷ "কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে হবে", নেতাজি ইন্ডোর থেকে বড় বার্তা মমতার৷
সমাবেশ থেকে বিরোধীদের হুঁশিয়ারি দিলেন দলনেত্রী৷ "বীরভূম হারতে শেখেনি৷ ওটা লাল মাটির রাস্তা৷ প্রতিবার ভোটের আগে কেষ্টকে নজরবন্দি করা হয়৷ কী ভাবছেন কেষ্টকে জেলে পুরে লোকসভায় আসন দখল করবেন? কুৎসা করে কোনও লাভ নেই৷ কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনতে তৈরি হন৷ আমার মনের জোর অনেক বেশি৷ কেষ্ট ফিরে না আসা পর্যন্ত লড়াই তিনগুণ হবে৷"
advertisement
advertisement
সাংগঠনিক দিক থেকে বুথকে শক্তিশালী করতে তৎপর হয়ে ওঠে সমস্ত রাজনৈতিক দলই। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির শুরুতেই তাই নেতাজি ইন্ডোরে প্রায় ১৮০০ বুথ সভাপতি-সহ দলের সমস্ত স্তরের প্রতিনিধি নিয়ে সভা করে জোড়াফুল শিবির৷ সেখান থেকেই নতুন স্লোগান তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা- 'জগাই মাধাই গদাই, এবার হবে বাই বাই৷'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 1:47 PM IST