তবে তৈরি রয়েছে আইডি হাসপাতাল৷ হাসপাতালের বিভিন্ন গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে যাতে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ প্রবেশ না করতে পারেন৷ বিশেষ কেবিনে রাখা হয়েছে করোনা পজিটিভ ১৮ বছরের যুবককে৷ এই কেবিনটি পুরোপুরি নেগেটিভ প্রেশার রুম, অর্থাৎ এই রুম থেকে বাতাস পরিশোধিত হয়েই বাইরে আসে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কেন্দ্রিয় স্বাস্ব্য মন্ত্রকের যে নিয়মাবলি রয়েছে তা মেনেই তৈরি করা হয়েছে এই বিশেষ ব্যবস্থার ঘর৷ যে সব স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা এই ঘরে ঢুকবেন তারাও নেবেন চূড়ান্ত সতর্কতামূলক ব্যবস্থা৷ মুখ ঢাকা এবং সারা শরীর মুড়েই তাদের ঢুকতে হবে এই ঘরে৷
advertisement
আরও পড়ুন Big Breaking:কলকাতায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত, ভর্তি আইডিতে
এই রোগীর থেকে যাতে সংক্রমণ অন্যদের শরীরে না থাবা বসাতে পারে, তার জন্য পুরোপুরি প্রস্তুত বেলেঘাটা আইডি হাসপাতাল৷ চিকিৎসকদের মতে যুবকের শরীরে যা ইমিউনিটি বা রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে, তাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন৷