Big Breaking:কলকাতায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত, ভর্তি আইডিতে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
যুবকের পরিবারের সকলকে এবং ড্রাইভারকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে৷
#কলকাতা: কলকাতায় প্রথম করোনা ভাইরাসে আক্রন্ত যুবক৷ সদ্য ইংল্যান্ড থেকে ফেরেন তিনি৷ তাকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে৷ স্বাস্থ্য দফতর সূত্রের খবর যে তার শরীরে নভেল করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে৷ শারীরিক পরীক্ষায় তা পজেটিভ পাওয়া যায়৷ যদিও প্রাথমিক যে সব উপসর্গ দেখা যাওয়ার কথা, তা তার শরীরে দেখা যায়নি৷
গত শনিবার ১৫ই মার্চ লন্ডন থেকে তিনি ফেরেন দেশে৷ বিমানবন্দরে কোনও সমস্যা হয় না তার৷ তবে বাড়ি ফিরে তিনি হোম কোরেনটাইনেই ছিলেন৷ তারপর অসুস্থ বোধ করায় তার মা তাকে নিয়ে আসেন বেলেঘাটা আইডিতে৷ নাইসেডে তার সোয়াব পরীক্ষায় COVID19 পজিটিভ মেলে৷ যুবক রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলার ছেলে৷ ইতিমধ্যেই তার বাবা ও মাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ সঙ্গে যেই গাড়ি করে তিনি বাড়ি ফেরেন, সেই চালককেও রাখা হয়েছে পর্যবেক্ষণে৷ তা ছাড়া যে ফ্লাইটে তিনি এসেছেন, তার সহযাত্রীদের খোঁজ চলছে৷ প্রয়োজনে তাদেরও আইসোলেশনে রাখা হতে পারে৷
advertisement
জানা গিয়েছে যে ইংল্যান্ডে থাকাকালীন ওই যুবক বান্ধবীর সঙ্গে একটি পার্টিতে যান৷ সেখানে উপস্থিত অনেকের শরীরেই মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ৷ তার বান্ধবীও করোনা ভাইরাসে আক্রান্ত৷ সেই থেকেই ওই যুবকের দেহে এই রোগ বাসা বেঁধেছে বলেই সন্দেহ৷ ভারতে আসার পরই সেই খবর জানা যায়৷ তারপরই আইডি হাসপাতালে আসেন যুবক৷
advertisement
আপাতত যুবককে রাখা হয়েছে বেলেঘাটা আইডিতে৷ বিশেষ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে৷ বেলেঘাটা আইডিতে নেওয়া হয়েছে সতর্কতা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2020 10:03 PM IST