গোমূত্র খান। করোনা সারান। রিপোর্ট অনুযায়ী, প্রতি লিটার গোমূত্রের দাম ৫০০টাকা। গোবরও ৫০০ টাকা কেজি। গোমূত্র বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডানকুনির শেখ মাবুদ আলিকে। সোমবার ডানকুনিতে গোমূত্র ও গোবর বিক্রি করতে টেবল পেতে বসে পড়েন মামুদ আলি নামে এক ব্যক্তি। তাঁর দাবি, শনিবার দিল্লিতে অখিল ভারতীয় হিন্দু মহাসভা গো মূত্র পার্টি করে। ওই পার্টি দেখেই তিনিও গো মূত্র বিক্রি করতে বসে পড়েন।
advertisement
তারপর মঙ্গলবার রায়গঞ্জে করোনার প্রতিষেধক হিসেবে গোমূত্র সেবন কর্মসূচি পালন করে বিজেপি। রায়গঞ্জ শহর মণ্ডল কমিটির উদ্যোগে কর্মীদের খাটালে নিয়ে গিয়ে প্রথমে গরু পুজো করা হয়। এরপর গোমূত্র পান।
প্রত্যেকটি ঘটনার প্রেক্ষিতেই চিকিত্সকরা বারবার বলছেন, গোমূত্র কখনওই করোনার ওষুধ নয়।
করোনা নিয়ে একেই ভয়ে কাঁটা মানুষ। মিলছে না ওষুধ। তার মধ্যেই ভাইরাসের মত ছড়াচ্ছে কুসংস্কার ।