এয়ারপোর্ট থেকে জাতীয় সড়ক ধরে বারাসাত যাওয়ার সময় রাস্তার উপরেই যেতে যেতে অনেকেই প্রণাম করেন। আবার গাড়ি থামিয়ে অনেকেই মন্দিরে এসে পুজো দিয়ে যান। বিরাটির এই গৌরীপুর কালী মন্দিরে প্রচুর মানুষ আসেন প্রতিনিয়ত পুজো দিতে। কিন্তু এবারের পহেলা বৈশাখে মন খারাপ এই মন্দিরের পুরোহিত ও ভক্তদের। রাস্তা দিয়ে যেতে যেতে মা কালীর দর্শন পাওয়া গেলেও অনেকেই পয়লা বৈশাখের দিন বাইরে থেকেই হালখাতার পুজো করলেন।
advertisement
যদিও মধ্যমগ্রাম কালিবাড়ীর ছবিটা অবশ্য অন্যরকম। রাজ্যে লকডাউন জারির পর থেকেই মন্দিরের মূল গেটই বন্ধ করে রাখা হয়েছে। তাই মঙ্গলবার পয়লা বৈশাখের দিন গেটের বাইরে থেকেই হালখাতা করতে হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের। প্রত্যেক বছরই মধ্যমগ্রাম কালীবাড়িতে পয়লা বৈশাখের দিন বিশেষভাবে পুজো এবং ভোগ নিবেদন হয়। কিন্তু এবারের পহেলা বৈশাখ কার্যত শুনশান করে রাখল মধ্যমগ্রামের এই কালীবাড়িকে। এদিন পুজো দিতে আসা এক ব্যবসায়ী বলেন " বাইরে থেকে হালখাতা ছুঁয়ে পুজো করে গেলাম। এটাই একটা মানসিক শান্তি।"
SOMRAJ BANDOPADHYAY
