তবে, বাড়ি ফিরে যাওয়ার জন্য উন্মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। চিকিৎসকরা জানাচ্ছেন, এখন সৌরভের শারীরিক অবস্থার প্রভূত উন্নতি হয়েছে। তাঁরা তাকিয়ে আছেন কখন জিনোম সিকোয়েন্সের রিপোর্ট আসবে। আজ সন্ধ্যের পর চেষ্টা করা হচ্ছে যাতে রিপোর্ট পাওয়া যায়। তবে আজ সেই সম্ভবনা কিছুটা কম। বিসিসিআই প্রেসিডেন্টের রুম এয়ারে অক্সিজেন স্ট্যাচুরেশনের মাত্রা স্বাভাবিক রয়েছে।
advertisement
আরও পড়ুন: ৬ দিনের 'অগ্নিপরীক্ষা'য় সাফল্য, বাঘ ধরার পুরস্কার ঘোষণা মুখ্যমন্ত্রীর
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঘনঘন ফোন আসতে থাকায় কিছুটা হলেও বিরক্ত হয়েছেন মহারাজ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। 'দাদা'কে ফোন করেছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও।
আরও পড়ুন: বড়দিনের উৎসবে বড় পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ৩ দিনের সফরের গুরুত্ব বিরাট
গত সোমবার (২৭ ডিসেম্বর) রাতেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। ওইদিনই অসুস্থতার কারণে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে হালকা সর্দি কাশিতে ভুগছিলেন তিনি। গত সোমবার শ্যুটিংয়ের ফাঁকেই হালকা অসুস্থ বোধ করেন তিনি। এরপর শ্যুটিং বাতিল করে দুবার করোনা পরীক্ষা করান সৌরভ। দুবারই রিপোর্ট পজিটিভ আসে।